ঢাকা থেকে দীর্ঘদিন পড়ে প্রিয় শহর কলকাতায় ফিরলেন অভিনেত্রী জয়া আহসান। মূলত একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যেই আসলেও, এইবারের কলকাতা সফরে রয়েছে আরও অনেকগুলি কাজ।
কখনও আবার অভিনেত্রী পরেছেন হালকা রঙের লং গাউন, সঙ্গে রয়েছে কুন্দনের জুয়েলারি। সবেতেই ধরা পড়ছে জয়ার মোহময়ী রূপ।
প্রায় দীর্ঘ ৯ মাস পর এবার তিলোত্তমার বুকে পা রেখে কেমন লাগছে জয়ার? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানালেন, "খুব ভাল লাগছে। তবে কলকাতার রাস্তাঘাট অতিমারীর জন্যে হয়তো একটু অন্য রকম লাগলো। এত মাস পর কলকাতার বাড়ির জানালা খুলতেই ঘিরে ধরেছিল এক ঝাঁক পাখি। নিজের হাতেই খেতে দিলাম ওদের"।
গয়নার বিজ্ঞাপনের জন্যে লক্ষাধিক টাকার ভারী গয়না পরলেও, জয়ার কিন্তু পছন্দ একেবারে হালকা, ছিমছাম সাজ। তাঁর কথায়, "আমার মনে হয় আমাকে খুব লাউড লুক মানায় না। আমি খুব একটা স্বাচ্ছন্দ্যও বোধ করি না"।
নতুন পরিচালক নীলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জয়া বললেন, "আমরা খুব মজা করে কাজটা করছি"। এর আগে বহু নামী দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করেছেন নীল। প্রায় ২৪ বছর ধরে তিনি কাজ করে চলেছেন এই ইন্ডাস্ট্রিতে। ছবি পরিচালনার কাজও খুব শীঘ্রই শুরু করবেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জয়া আহসান কাজ নিয়ে থাকতেই ভালোবাসেন বরাবর। দীর্ঘদিন বন্ধুটি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পেরেছেন কাজে।
করোনা আবহেই সেরে ফেলেছেন তিনটি বাংলাদেশের ছবির কাজ। 'হাসিনা: ডটারস টেল', 'বিউটি সার্কাস' ও 'নকশীকাঁথার জমিন'- এই ছবি তিনটিই বাংলাদেশে বহু প্রতীক্ষিত।
অন্যদিকে অতিমারীর জন্যেই পিছিয়ে গেছে কলকাতার তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি। এর মধ্যে রয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত 'অর্ধাঙ্গিনী'। যেটি জীবনানন্দ দাশের জীবনী নির্ভর একটি ছবি।