scorecardresearch
 
Advertisement
টলিউড

নিত্য নতুন স্টাইল স্টেটমেন্ট! বেলুন ব্লাউজে নজর কাড়লেন ফ্যাশনিস্তা মনামী

মনামী ঘোষ
  • 1/9

টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। বরাবর নজর কেড়েছেন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে।

মনামী ঘোষ
  • 2/9

সম্প্রতি নিজের সোস্যাল পেজে লাল সাদা শাড়ি পরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জেব্রা প্রিন্টের শাড়ির সঙ্গে সাদা বেলুন ব্লাউস, গাঢ় লাল লিপস্টিপ, চোখে উইং আই লাইনার ও খোলা চুলে একেবারে কনফিডেন্ট ও বোল্ড লুক অভিনেত্রীর। 

মনামী ঘোষ
  • 3/9

টলিউড ইন্ডাস্ট্রিতে ফ্যাশনিস্তা নামেই পরিচিত মনামী। তাঁর সম্প্রতি শেয়ার করা এই ফ্যাশনেবল লুকের প্রশংশায় পঞ্চমুখ ফ্যানেরা। 

Advertisement
মনামী ঘোষ
  • 4/9

 কখনও নাচের ভিডিও তো কখনও নিজের ব্লগ শেয়ার করেন অভিনেত্রী‌। তাঁর পোস্ট করা প্রতিটি ছবি ও ভিডিও কিছু সময়ের মধ্যেই মন জিতে নেন অনুগামীদের।

মনামী ঘোষ
  • 5/9

নিজের লুক নিয়ে করতে ভালবাসেন এক্সপেরিমেন্ট। সাবেকী হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নেটাগরিকদের মধ্যমণী তিনি। 
 

মনামী ঘোষ
  • 6/9

নেট দুনিয়ায় ট্রোলড হওয়ার থেকে সকলের ভালবাসাই বেশি পান তিনি। ফ্যানেরা প্রতিটি পোস্টেই ভরিয়ে দেন ভার্চুয়াল ভালবাসায়।

মনামী ঘোষ
  • 7/9

লকডাউনের মধ্যেও শেয়ার করেছেন নাচের বিভিন্ন ভিডিও। অভিনয়ের পাশাপাশি মনামীর নাচের প্রেমী অনেকেই। আর এই ভাবেই গড়ে তুলেছেন আলাদা ফ্যান-বেস।

Advertisement
মনামী ঘোষ
  • 8/9

পুজোর কিছুদিন আগে শেষ হয়েছে 'ইরাবতির চুপকথা' মেগা সিরিয়াল।শ্যুটিং শেষ হওয়ার পর প্রথমে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এরপর খুব শীঘ্রই ফের কাজে ফিরবেন বলে জানান তিনি। ওয়েব সিরিজের কাজ এখন মন দিচ্ছেন মনামী। 

মনামী ঘোষ
  • 9/9

তার সঙ্গে রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়ার সিজন ২'-র বিচারক আসনে রয়েছেন তিনি। সম্প্রতি সেই শ্যুটিং ফ্লোর থেকেই শেয়ার করেছেন অনেক ছবি।

 

 

(ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement