এই বছর ৪০- এ পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জন্মদিনের আগে রাতেই করলেন বিশেষ পোস্ট। (ছবি সৌজন্য: ফেসবুক)
বরাবরই 'পেট লাভার' (Pet Lover) হিসাবে পরিচিত স্বস্তিকা। বাড়িতেও রয়েছে একাধিক পোষ্য। প্রায়শই অভিনেত্রীকে দেখা যায় তাদের সঙ্গে বিশেষ মুহুর্ত শেয়ার করতে। (ছবি সৌজন্য: ফেসবুক)
জীবনের বিশেষ দিন উপলক্ষেও একাধিক কুকুরছানা কোলে নিয়ে স্বস্তিকা পোস্ট করেছেন ছবি। (ছবি সৌজন্য: ফেসবুক)
তিনি লিখেছেন,"আমার মনে বিশৃঙ্খলা নিয়ে, আমার হৃদয়ে স্বর্গ নিয়ে এবং আমার কোলে কুকুর ছানা নিয়ে আমি ৪০ বছরে পা রাখছি। হ্যাপি বার্থডে স্বস্তিকা মুখার্জি তোমাকে আরও ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছি"। (ছবি সৌজন্য: ফেসবুক)
With chaos in my mind (जैसे कोई ट्रेन छूट रही हो), Paradise in my heart and puppies in my lap(dogs above humans, any day!), I step into my 40s. Happy Birthday, SM. I promise to love you more ♥️
Posted by Swastika Mukherjee on Saturday, 12 December 2020
এমনকি নায়িকা লিখেছেন, যে কোনও দিন মানুষের থেকেও কুকুরেরা তার বেশি পছন্দের, আদরের। (ছবি সৌজন্য: ফেসবুক)
এখনও তাঁর বোল্ড ও কনফিডেন্ট লুক দেখলে তাঁকে যে কোনও অষ্টাদশীর সঙ্গে সহজেই গুলিয়ে ফেলতে পারেন অনেকে। (ছবি সৌজন্য: ফেসবুক)
'দেবদাসী' সিরিয়াল দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন স্বস্তিকা। এরপর ২০০১ সালে 'হেমন্তের পাখি' দিয়ে বড় পর্দায় শুরু হয়েছে তাঁর কাজ। (ছবি সৌজন্য: ফেসবুক)
এই মুহূর্তে টলিউড ও বলিউড ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। (ছবি সৌজন্য: ফেসবুক)
'পাতাললোক' ওয়েব সিরিজে ডলি মেহেতার চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা। এই সিরিজটি ২০২০ সালের জনপ্রিয় সিরিজগুলির মধ্যে একটি। (ছবি সৌজন্য: ফেসবুক)
'দিল বেচারা' ছবিতে মিসেস বসু চরিত্রে অনবদ্য তিনি। এই ছবিতে কিজি বসু ওরফে সঞ্জনা সাঙ্ঘির মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি এটি। (ছবি সৌজন্য: ফেসবুক)
'তাসের ঘরে' সিরিজে সুজাতা চরিত্রে তাঁকে দর্শকেরা দেখেছেন একেবারে অন্য রূপে। (ছবি সৌজন্য: ফেসবুক)
সামনে আসছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'হইচই'-র নতুন প্রজেক্ট 'মোহ মায়া'। কিছুদিন আগেই লাল পাড় সাদা শাড়ি, আলতা রাঙ্গা পা, মাথায় সিঁদুর ও হাতের শাঁখা পলা পলা স্বস্তিকার ছবি নজর কেড়েছে অনেকেরই।(ছবি সৌজন্য: ফেসবুক)
অন্যদিকে আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি ওয়েব সিরিজ 'ব্ল্যাক উইডোজ'। বিরসা দাসগুপ্ত পরিচালিত এই সিরিজে স্বস্তিকা ছাড়াও রয়েছেন শমিতা সেটি, পরমব্রত চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী, রাইমা সেন আরও অন্যান্যরা। (ছবি সৌজন্য: ফেসবুক)
আগামী ২৪ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু চর্চিত সিরিজ 'চরিত্রহীন ৩'। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। যেখানে আরেক মুখ্য অভিনেতা সৌরভ দাসের সঙ্গে অন্ধকারময় ফ্রেমে স্বস্তিকাকে দেখা গিয়েছে উষ্ণ প্রেমের মগ্ন হতে। (ছবি সৌজন্য: ফেসবুক)
'হইচই'-র জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'- তে উমা বৌদি চরিত্রে স্বস্তিকা মনে আগুন জ্বালিয়েছেন অনেক ফ্যানেদেরই। (ছবি সৌজন্য: ফেসবুক)
অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। বাবার সঙ্গে তাঁর ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। (ছবি সৌজন্য: ফেসবুক)
খুব ছোট বয়সেই বিয়ে হয়েছিল এই অভিনেত্রীর। তবে পরে দীর্ঘ অশান্তির জেরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। ২০০০ সালে মেয়ে অন্বেষা আসে তাঁর কোল জুরে। মা -মেয়ের কেমিস্ট্রি প্রায়শই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। (ছবি সৌজন্য: ফেসবুক)