Advertisement
মনোরঞ্জন

Ankush- Oindrila: 'কবে বিয়ে ?' নেটিজেনদের সামনে শেষমেশ সেই কথা স্বীকার করলেন অঙ্কুশ

  • 1/9

কিছুদিন আগেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল তারকা জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) বিয়ের কথা। খবর ছিল, এই বছরের শুরুতেই শুভ কাজটি সেরে ফেলবেন তাঁরা। বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। এর মাঝেই ঐন্দ্রিলার জীবনে এল তাঁর 'সতীন'। 

  • 2/9

যদিও তাতে যথেষ্ট আনন্দিত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের সেই কথা শেয়ার করে, অনুভূতি জানিয়েছেন তিনি। অবাক হচ্ছেন? এবার আসল কথাটা বলা যাক, সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ। আর সেটাকেই মজা করে নিজের 'সতীন' হিসাবে বর্ণনা করেছেন অভিনেত্রী। 

 

  • 3/9

নতুন গাড়ি নিয়ে ফটো সেশনও করেছেন জুটি। সেখানে চলেছে ছোটখাটো সেলিব্রেশন। তবে সেখানে শুধু তাঁরা যাননি। নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসতে তাঁদের সঙ্গে হাজির ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। অঙ্কুশ, ঐন্দ্রিলা,বিক্রম -ত্রয়ী যে কাছের বন্ধু এ কথা এখন প্রায় সকলেরই জানা। 
 

Advertisement
  • 4/9

সঙ্গে ছিলেন অঙ্কুশ- ঐন্দ্রিলার পরিবারের সদস্যরাও। সকলের মুখের আনন্দ- গর্বের ছাপ। 

  • 5/9

তবে নতুন গাড়ির কেনার বাইরে আরও একটি ঘোষণা করেছেন অঙ্কুশ। যা শুনে যেমন অনুরাগীরা খুশি হবেন, তেমন মন ভাঙতে পারে অনেক ফ্যানদের। 

  • 6/9

গাড়ির ছবিগুলি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, "অবশেষে তিনি এসেছেন.. বাড়িতে স্বাগতম সুন্দরী.. যেই সমস্ত শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি, তাঁদের জানাচ্ছি খুব তাড়াতাড়ি সেটাও হবে .. সকলকে ভালবাসি .." তাহলে কি বিয়ের নতুন ইঙ্গিত দিলেন অভিনেতা? তা বলবে সময়

  • 7/9

কিছুদিন আগেই বিশেষ সময় কাটাটে মালদ্বীপে গিয়েছিলেন লাভ বার্ডস। সেখানের মনোরম পরিবেশে বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন তাঁরা। 

Advertisement
  • 8/9

নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। যে কোনও পার্টি কিংবা উৎসব, দুজনকে একসঙ্গেই দেখা যায় তাঁদের। 

  • 9/9

সময়টা বেল ভালই যাচ্ছে এই জনপ্রিয় জুটির। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত 'ম্যাজিক'। প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। বর্তমানে অঙ্কুশের শ্যুট চলছে পাভেলের 'মন খারাপ' ও বাবা যাদবের আরও একটি ছবির। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। সেই সঙ্গে 'ডান্স বাংলা ডান্স' -এ বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সঞ্চালনা করছেন তিনি।

Advertisement