Advertisement
মনোরঞ্জন

ফের 'বিবাহ অভিযান' টলিপাড়ায়! সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

  • 1/6

করোনা আবহে সানাইয়ের আওয়াজ থামতেই চাইছে না টলিউডে। সম্প্রতি চারহাত এক হয়েছে অনির্বাণ-মধুরিমার। ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন দেবলীনা-গৌরব। (ছবি-ইনস্টাগ্রাম)

  • 2/6

এবার মনে হচ্ছে এই ব্রিগেডে নাম লেখাবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অভিনেতার টুইট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। (ছবি-ইনস্টাগ্রাম) 

  • 3/6

অনির্বাণকে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন অঙ্কুশ। অঙ্কুশ লিখেছেন, 'তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।' (ছবি-ইনস্টাগ্রাম)

Advertisement
  • 4/6

অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের কথা কারও অজানা নয়। নিজেরাও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। তাঁদের সঙ্গে দেখা হলে একটাই প্রশ্ন বিয়েটা কবে? এতদিনে তার একটা সদুত্তর পাওয়া গেল বলেই মনে করছে অনুরাগীরা। (ছবি-ইনস্টাগ্রাম)

  • 5/6

শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই শুভ কাজটি সেরে ফেলতে চাইছেন অঙ্কুশ। কারণ ২০২১ সালটা একটু ব্যস্ত থাকবেন অভিনেতা। চারটে ছবি রিলিজ। (ছবি-ইনস্টাগ্রাম)

  • 6/6

দেখা করার সময়ও পাবেন না। তাই কী এই সিদ্ধান্ত? সে যাই হোক পরিবারে লোকজন পরিকল্পনাও শুরু করেছেন বোধহয়। অনুরাগীরা এই খবরে বেশ উচ্ছ্বসিত। (ছবি-ইনস্টাগ্রাম)

Advertisement