scorecardresearch
 
Advertisement
টলিউড

এবার বড় পর্দায় বিনয়-বাদল-দীনেশ! প্রকাশ্য '৮/১২'-র টিজার

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 1/9

সামনে এল পরিচালক অরুণ রায়ের পরবর্তী ছবি '৮/১২'। কান সিং সোধা-র প্রযোজনা সংস্থা 'কে এস এস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড'-র ব্যানারে তৈরি হবে এই ছবি।

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 2/9

মুখ্য চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দ,অর্ণ মুখোপাধ্যায়, সুমন বোস, অনুষ্কা চক্রবর্তী, বিপাশা সাহাকে। বিনয়ের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ, বাদলের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশের চরিত্রে সুমন বোস (রেমো)। 

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 3/9

এর আগে প্রযোজক- অভিনেতা কান সিং সোধার প্রযোজনায় 'ঠাম্মার বয়ফ্রেন্ড', 'ভ্রম' এবং 'স্বাদ অনুসার'-র  মতো ছবিগুলি যথেষ্ট সাফল্য ও প্রশংসা পেয়েছে ইন্ডাস্ট্রিতে। সামনেই আসছে তাঁর আরও এক ছবি 'শ্রীমতী'। যেটি পরিচালনা করবেন অর্জুন দত্ত। এবার সামনে এল '৮/১২'-র লুক ও টিজার।

Advertisement
8/12 movie by Arun Roy - ৮/১২
  • 4/9

আগামী বছর ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে চলেছে এই ছবি। 

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 5/9

বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের স্মরণীয় অবদানকে উপজীব্য করেই এই ছবির মাধ্যমেই স্বাধীন ভারতের প্রতি শ্রদ্ধা জানাবে '৮/১২' ছবির সমগ্র টিম। 

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 6/9

১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বিনয় বাদল ও দীনেশ এই দিনে ব্রিটিশ পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালান। সেদিনের অভিজানে গুলি করে হত্যা করা হয় অত্যাচারী সিম্পসনকে। 

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 7/9

'৮/১২' -র সঙ্গে ভারতের ইতিহাসের আরও এক গুরুত্বপূর্ণ অংশ মানুষের কাছে তুলে ধরতে চলেছেন 'এগারো', 'চোলাই' ও 'হীরালাল' খ্যাত পরিচালক অরুণ রায়। 

Advertisement
8/12 movie by Arun Roy - ৮/১২
  • 8/9

এই মুহূর্তে চলেছে ছবির জোরদার রিসার্চ। '৮/১২'- ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক জুটি ময়ূখ- মৈনাক। সিনেমাটোগ্রাফি করবেন গোপী ভগৎ। ছবির পোশাক নির্মাণে শাবর্ণী দাস এবং সম্পাদনায় সংলাপ ভৌমিক থাকছেন। এছাড়াও এই ছবির প্রোডাকশন ডিজাইন করবেন তন্ময় চক্রবর্তী।

8/12 movie by Arun Roy - ৮/১২
  • 9/9

পরিচালক অরুণ রায় জানান, "প্রযোজক হিসেবে কান সিং সোধা যেভাবে আমাদের পাশে থাকছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ৯/১১- র মতো একটা দিন মনে রাখতে পারি। কিন্তু ৮/১২ আমাদের স্মৃতি থেকে আজ প্রায় বিলুপ্ত। এদিন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর ১৮ থেকে ২৪ বছর বয়োঃক্রমের তিন জন বীর বাঙালী যুবক রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ পোশাকে প্রবেশ করে অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসনকে হত্যা করেন। এই তিন বীর আমাদের সকলের পরিচিত বিনয়-বাদল-দীনেশ। তাঁরা আজও বাঙালীর কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। কিন্তু তাঁদের এমন অসম সাহসী কর্মকাণ্ডের প্রেক্ষাপট আমাদের মতো আত্মবিস্মৃত জাতির অধিকাংশের কাছেই অজানা। তাঁদের সেই অমর গাথাই '৮/১২' ছবির মধ্যে দিয়ে দর্শকদের কাছে পরিবেশন করতে চলেছি আমরা। আশা করি আমরা যতটা আনন্দের সঙ্গে এই ছবি নির্মাণ করছি, দর্শকেরাও ততটাই আনন্দের সঙ্গে এই ছবিকে গ্রহণ করবেন।"

Advertisement