scorecardresearch
 
Advertisement
টলিউড

সাহসী খোলামেলা ছবি সোস্যাল মিডিয়ায়! নেটিজেনদের ট্রোলের মুখে জয়া

জয়া আহসান
  • 1/9

জয়া আহসান মানেই মার্জিত এবং শক্তিশালী এক অভিনেত্রী। এবার চেনা ছকের বাইরে কিছুটা অন্যরকম রূপে ধরা দিলেন জয়া। যার জেরে  এপার ও ওপার দুই বাংলার নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেত্রী। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 2/9

 সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অফ শোল্ডার সাদা পোশাক পরা ছবি শেয়ার করেছেন জয়া। কোঁকড়ানো চুলে, খোলামেলা পোশাকের সেই মোহময়ী ছবি দেখে কুরুচিকর মন্তব্য করেছেন অনেকেই। এমনকি তাঁর বয়স নিয়েও উঠেছে প্রশ্ন। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 3/9

 জয়া  আহসান সেই ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়েছে।তবে তাঁর সঙ্গে বইতে শুরু করেছে কমেন্টের বন্যা।রীতিমতো ট্রোল করা হচ্ছে তাঁকে। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement
জয়া আহসান
  • 4/9

যদিও নিন্দুকের সংখ্যা অনেক হলেও, জয়া আহসানের দুই বাংলা মিলিয়ে অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। অনেকে এইরূপ কুরুচিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 5/9

 খোলামেলা পোশাকে ইদানিং মাঝেমাঝেই ছবি শেয়ার করছেন অভিনেত্রী। তবে এগুলিতে কান না দিয়ে তিনি বিশ্বাস করেন কাজেই তাঁর পরিচয়। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 6/9

 জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী কাজ নিয়ে থাকতেই ভালোবাসেন বরাবর। অতিমারীতে দীর্ঘদিন বন্ধ ছিল শ্যুটিং। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফিরেছেন কাজে। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 7/9

করোনা আবহেই সেরে ফেলেছেন তিনটি বাংলাদেশের ছবির কাজ। 'হাসিনা: ডটারস টেল', 'বিউটি সার্কাস' ও 'নকশীকাঁথার জমিন'- এই ছবি তিনটিই বাংলাদেশে বহু প্রতীক্ষিত। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement
জয়া আহসান
  • 8/9

 অন্যদিকে অতিমারীর জন্যেই পিছিয়ে গেছে কলকাতার তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি। এর মধ্যে রয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত 'অর্ধাঙ্গিনী'। যেটি জীবনানন্দ দাশের জীবনী নির্ভর একটি ছবি। (ছবি সৌজন্য: ফেসবুক)

জয়া আহসান
  • 9/9

পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলেই কলকাতায় শুরু হবে শিলাদিত্য মৌলিক পরিচালিত 'ছেলেধরা' ছবির শ্যুটিং। যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। জয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অনুরাধা মুখার্জি, প্রান্তিক ব্যানার্জি এবং ঈশান মজুমদার। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement