scorecardresearch
 
Advertisement
টলিউড

Manjusha Neogi Death: 'জোর করলে বিদিশার মতো করব,' স্বামীকে কেন বলেছিলেন মঞ্জুষা?

অভিনেত্রীর
  • 1/10

Manjusha Neogi Death: বিদিশা দে মজুমদারের পরে শহরে আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। এদিন সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। (সমস্ত ছবি  মঞ্জুষা নিয়োগীর ফেসবুক প্রোফাইল থেকে)

মজুমদারের
  • 2/10

জানা গিয়েছে, মৃত অভিনেত্রী-মডেল বিদিশা দে মজুমদারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর পরেই হতাশায় ভুগছিলেন তিনি। 

থিয়েটারেও
  • 3/10

একটি টিভি ধারাবাহিকে অভিনয় করতেন মঞ্জুষা। সেই সঙ্গে প্রচুর থিয়েটারেও ছিলেন তিনি। 

Advertisement
নাগেরবাজারে
  • 4/10

এর আগে গড়ফায় পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরে বিদিশার দেহ নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।

ব্যক্তিগত
  • 5/10

এর দুদিনের মাথায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মঞ্জুষার দেহ। আগের দুটি ঘটনায় মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের একটি বিষয় উঠে এসেছে। 
 

পুলিশ
  • 6/10

মঞ্জুষা নিয়োগীর অস্বাভাবিক মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাত্র ৬ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল।

গতকাল
  • 7/10

সংবাদমাধ্যমের কাছে মঞ্জুষার মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরেই হতাশায় ভুগতেন মঞ্জুষা। তবে গতকাল রাতে ভালো মনেই ছিলেন।

Advertisement
সংবাদমাধ্যমে
  • 8/10

এক বাংলা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শুধুমাত্র বিদিশা নয়। মঞ্জুষার মায়ের দাবি পল্লবী দের সঙ্গেও যোগাযোগ ছিল মঞ্জুষার।

আনতে
  • 9/10

বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়িতে ফিরেছিলেন মঞ্জুষা। তাঁর স্বামী গতকাল রাতে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু সে ফিরে যেতে চাননি।

যাওয়ার
  • 10/10

এক বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেই সময়ে নাকি মঞ্জুষা বলেন তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে জোর করলে বিদিশার মতো অবস্থা হবে।

Advertisement