ফের নতুন ছবিতে জুটি বেঁধেছেন বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। ছবির নাম 'আর্চির গ্যালারি'। প্রকাশ্যে এলো প্রমিতা ভট্টাচার্য পরিচালিত এই ছবির প্রথম লুক।
বনি-আয়ুষী ছাড়াও ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, রূপসা চক্রবর্তী। পর্দায় বনির বাবার চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় রনি দা-কে।
আমাদের জীবনের এমন অনেক মূহুর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দী করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়... এই ছবির প্রেক্ষাপট এমনই কিছু ঘটনা।
অন্যদিকে চিত্রনাট্য অনুযায়ী, ছোটোবেলায় মা মারা যায় বনির। বড় হয় বাবা ও মাসির কাছে। তার জীবনের প্রধান শাখা বাবা।
ছবির শ্যুটিং প্রায় শেষ। কলকাতার বিভিন্ন স্থান বেছে নেওয়া হয়েছে লোকেশন হিসাবে। এস.সি.এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে প্রেমের ছবি 'আর্চির গ্যালারি'।