বাঙালিদের গোয়েন্দা চরিত্রের প্রতি টান আজকের নয়। বেশ কয়েকজন বাঙালি গোয়েন্দাদের মধ্যে গত কয়েক বছর ধরে যে, বাঙালি মননে গেঁথে রয়েছে, তিনি হলেন ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রের কাহিনি বহুবার বড় পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে। তবুও 'ব্যোমকেশ'-র জনপ্রিয়তা একটুও কমেনি।
গোয়েন্দাপ্রেমী বাঙালিদের জন্য রয়েছে এক সুখবর। ফের বড় পর্দায় আসছে ব্যোমকেশ বক্সী। সুখবর এটুকুই নয়, রয়েছে আরও চমক। ব্যোমকেশের নতুন সাসপেন্স থ্রিলারের জন্য হাত মিলিয়েছে দুই প্রযোজনা সংস্থা- এসভিএফ ও ক্যামেলিয়া প্রোডাকশনস। অরিন্দম শীলের পরিচালনায় আসছে সত্যান্বেষীর নতুন গল্প। এবার রহস্য উন্মোচন হবে এক খুনের ঘটনার।
ফের ব্যোমকেশের চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় এবং সত্যবতীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।
ব্যোমকেশের গল্প মানেই সত্যবতীর পাশাপাশি আরও একটি চরিত্র নিয়ে সকলের কৌতূহল থাকে। সত্যান্বেষীর প্রিয় সঙ্গী অজিতের চরিত্রে অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায়। 'দ্য একেন'-এর পর এটি বড় পর্দায় সুহত্রর দ্বিতীয় কাজ। যদিও ওটিটি-তে তিনি এখন পরিচিত মুখ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অসম্পূর্ণ গল্প 'বিশুপাল বোধ'-কে বড় পর্দার জন্য অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত সম্পূর্ণ করেছেন। যদিও এই ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
একটি থিয়েটারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যোমকেশ বক্সী। প্রতিশোধের এক ঘটনায় জড়িয়ে পড়ে সে। মঞ্চের একেবারে মাঝখানে ঘটে যাওয়া এক অপরাধের সাক্ষী হন তিনি।
ব্যোমকেশ বক্সী যখন কেসটির গভীরে পৌঁছাতে চেষ্টা করছেন, ধীরে ধীরে সামনে আসে আরও সত্যি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম, বিশ্বাসঘাতকতা।
এর আগে মুক্তি প্রাপ্ত 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব' এবং 'ব্যোমকেশ গোত্র'-এর মতো ব্যোমকেশের সব কটি ছবি দর্শকেরা পছন্দ করেছেন।
নতুন এই ছবির মাধ্যমে, ১৯৭১ সালের বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি ফুটে উঠবে, যেখানে ব্যোমকেশ খুনের রহস্য উন্মোচন করবেন। সেই সময়ের বাংলায় উত্তাল নকশাল বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি হবে সেট।
এই নিয়ে চতুর্থবার ব্যোমকেশ পরিচালনা করতে চলেছেন অরিন্দম শীল। তাঁর কথায়, "আমি এখনও পর্যন্ত যতগুলি ছবি করেছি, তার মধ্যে ব্যোমকেশের ছবিগুলি সব সময়ই আমার মনের খুব কাছের। সর্বোপরি, এসভিএফ আমার ব্যোমকেশের ছবিগুলিকে বড় আকারে তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ছাড়া আগের সমস্ত ব্যোমকেশের ছবিগুলি এতটা সুন্দরভাবে করা সম্ভব হত না। এসভিএফ-এর সঙ্গে, ক্যামেলিয়া প্রোডাকশন যৌথভাবে ব্যোমকেশের একটি অনন্য ছবি নির্মাণের করতে চলেছে।"
পরিচালক আরও বললেন, "চতুর্থবার ব্যোমকেশ ছবিটি পরিচালনা করব, তাই আমি অত্যন্ত আনন্দিত। এটি একটি অসম্পূর্ণ গল্পের উপর ভিত্তি করে তৈরি। গল্পটি সম্পূর্ণ করা পদ্মনাভ এবং আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমার আগের ব্যোমকেশ ছবিগুলির জন্য যে পরিমাণ ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকে, এবারও ততটা ভালোবাসা সকলে দেবেন বলে আমি আশা করছি।"
অরিন্দম শীল যোগ করলেন, "এটি সত্যি যে এসভিএফ এবং ক্যামেলিয়া একত্রিত হয়ে ছবি বানাচ্ছে, এটা বাংলা চলচ্চিত্রর জন্য একটি শুভ এবং ভাল দিক, বলে আমি মনে করি।"