Advertisement
মনোরঞ্জন

Chitrangada Satarupa Marriage: সম্বিতের সঙ্গে আইনী বিয়ে সারলেন চিত্রাঙ্গদা! আবেগঘন পোস্ট শতরূপা,ঋতাভরীর

  • 1/12

গত জানুয়ারি মাসে, প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। এবার আইনী বিয়েও সম্পন্ন হল চিত্রাঙ্গদা- সম্বিতের।

  • 2/12

পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্বিতের বাড়িতেই বিয়ে করলেন জুটি। ওয়েডিং পার্টির সঠিক তারিখ এখনও না জানা গেলেও, সেটি এবছরের শীতেই হবে বলে খবর।
 

  • 3/12

 সইসাবুদ করা ছাড়াও এদিন মালাবদলও করতে দেখা গেল চিত্রাঙ্গদা- সম্বিতকে। দু'জনেই চোখে মুখে নতুন জীবন শুরুর উৎসাহ ও আনন্দ। 

Advertisement
  • 4/12

 বিয়ের পরে হল মিষ্টিমুখ করতে, বর- কনে একে অপরকে খাইয়ে দিলেন মিষ্টি। লেন্সবন্দী হল সেই মুহূর্তও।  
 

  • 5/12

চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যাল ও বোন ঋতাভরী চক্রবর্তীও রয়েছেন তাঁর বেশীরভাগ ছবিতে। আসলে তাঁরা তিনজন যে একে অপরের শক্ত খুঁটি, তা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন একাধিকবার। 
 

  • 6/12

ছবি রয়েছে, ঋতাভরীর বয়ফ্রেন্ড ডাঃ তথাগত চট্টোপাধ্যায়েরও। আগে প্রকাশ্যে না আনলেও, বর্তমানে বিশেষ মানুষটির সঙ্গে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন নায়িকা। 
 

  • 7/12

বড় মেয়ের বিয়ের দিন শতরূপা সান্যাল কিছু ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, "তিতিন-গোগোল ( চিত্রাঙ্গদা-সম্বিত) বাঁধা পড়ল বিবাহ বন্ধনে। পরিবারের মানুষজনই কেবল সাক্ষী ছিল এই শুভ অনুষ্ঠানের।  বিয়ের প্রীতি সম্মেলন হবে শীতের সময়। গরমের দিনে কোনও অনুষ্ঠান করারই ইচ্ছে ছিল না ওদের।" 

Advertisement
  • 8/12

তিনি আরও লেখেন, " কিন্তু দুই মায়ের ইচ্ছের কাছে হার মানতে হয়েছে ওদের। স্বভাবতই,মায়েদের হাসি আর ধরেনা!!বোন ঋতাভরীর খুশি আর আনন্দটাও খুব স্পেশাল!! বন্ধুরা,তোমাদের সবার কাছে ওদের জন্য শুভকামনা ও আশিস চাইছি।" 

 

  • 9/12

ঋতাভরী চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন,"আজ আমার দিদির বিয়ে! এর থেকে আনন্দের দিন আর কী হতে পারে? দিদির বিয়ের মুহূর্ত কতটা আবেগপ্রবণ  হয়, তা বোঝা যায় না যতক্ষণ না বিষয়টি ঘটছে । ও কবে এতটা বড় হয়ে গেল?"


 

  • 10/12

চিত্রাঙ্গদার স্বামী সম্বিত পেশায় পারকাশনিস্ট।। বহু তাবড় তাবড় শিল্পীদের সঙ্গত করেছেন। সম্বিত একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

  • 11/12

জানা যাচ্ছে পাত্র-পাত্রী দু’জনের আলাপ কলেজে। সেন্ট সেভিয়ার্স কলেজে পড়তেন চিত্রাঙ্গদা-সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচিতি। তবে প্রেম শুরু কলেজের শেষের দিকে। 

Advertisement
  • 12/12

 ছবি সৌজন্য: ফেসবুক 

Advertisement