টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা- সাংসদ দেব (Dev) ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের।
তবু এত ব্যস্ততার মধ্যে একান্তে সময় কাটানো যেন হয়েই ওঠে না। টাইট শিডিউল থেকে কিছুটা সময় বের করে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন দেব-রুক্মিণী। পাড়ি দিয়েছেন মালদ্বীপে।
গত এক বছরে টলিউড কিংবা বলিউডের একাধিক তারকাদের দেখা গেছে মালদ্বীপে সময় কাটাটে। বাদ গেলেন না দেব- রুক্মিণীও। আর সেখান থেকেই একাধিক ছবি নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করছেন তাঁরা।
কোনও ছবিতে দেখা মিলেছে দেব, ছিপ দিয়ে একটা বড় মাছ ধরেছেন। তবে নিন্দুকরা কিছু বলেন পাছে, তাই ক্যাপশনে লিখেছেন, "চিন্তা করবেন না, এই মাছটি সাবধানে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে।"
অন্য একটি ছবিতে একেবারে হালকা মেজাজে সাংসদ- অভিনেতা। ছবি দেখেই বোঝা যাচ্ছে চুটিয়ে উপভোগ করছেন ভ্যাকেশন। সমুদ্রের ধারেই একটি নারকেল গাছে শুয়ে আছেন তিনি। পরনে থ্রি কোয়ার্টার ট্রাউজার, শার্ট ও টুপিতে মুখ ঢাকা।
রুক্মিণীর সামাজিক মাধ্যমও ভরে উঠেছে মালদ্বীপ ডায়েরির ছবিতে। কখনও অফ শোল্ডার টপের সঙ্গে ক্যাসুয়াল পাজামা পরেছেন তিনি। চোখে রয়েছে মানানসই সানগ্লাস।
আবার কখনও হট প্যান্ট ও টপে সান বাথ নিচ্ছেন অভিনেত্রী। চারিদিকে ঝকঝকে নীল -তুঁতে সমুদ্রের জল।
যদিও এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। সেজন্যে বলাই বাহুল্য ফ্যানেরা অপেক্ষা করে আছেন লাভ বার্ডসের সেই ছবির।
দেব-রুক্মিণী একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সুইজারল্যান্ড' ছাড়া জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁদের 'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড'- র মতো ছবিগুলি বক্সঅফিসে যথেষ্ট হিট।
পার্লামেন্টের কাজ ছাড়াও দেবের চলছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২ -র শ্যুট। এই রিয়্যালিটি শোয়ে বিচারক আসনে বসেছেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত, 'গোলন্দাজ', 'টনিক' ছবিগুলি। এছাড়াও শোনা যাচ্ছে অভিজিত সেনের পরিচালনায় ও অতনু রায় চৌধুরীর প্রযোজনায় খুব শীঘ্রই আসছে আরও এক ছবি। যেখানে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করবেন তিনি। আরও একটি ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পাওলি দামের সঙ্গে জুটিতে কাজ করবেন দেব। ছবির নাম 'খেলাঘর'। যার গল্প বাঁধছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)