Advertisement
মনোরঞ্জন

Tollywood Actresses Durga Puja Look: পুজোয় শাড়িই বেছে নিচ্ছেন টলি নায়িকারা? দেখুন কে কেমন সাজলেন, PHOTOS

durga puja
  • 1/9

দুর্গাপুজো এসে গেছে। কুমোরটুলি থেকে বেশিরভাগ মাতৃ প্রতিমা মণ্ডপে এসে গেছে। আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের অলিগলি। 

durga puja
  • 2/9

দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং, আড্ডা, খাওয়াদাওয়া, আর প্রচুর সাজগোজ। পুজোর ফ্যাশনে নায়িকারা একে অপরকে টেক্কা দেন। তাঁদের মতো সেজে আপনিও নিজেকে ট্রেন্ডি করতে পারেন। টলি নায়িকারা তাঁদের সোশ্যাল পেজে ছবি শেয়ার করেছেন পুজোর সাজের। রইল ছবি। 
 

durga puja fashion
  • 3/9

সময়টা খুব ভাল কাটছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক সফল কাজ। এই পুজোতেও মুক্তি পেয়েছে তাঁর ছবি 'রক্তবীজ ২'। পুজোর শুরুতেই তাঁকে দেখা গেল নীল রঙা শাড়িতে। সঙ্গে কানে রয়েছে বড় দুল ও হাতে আংটি। চুল নজরকআড়া টার্সেল পরেছেন নায়িকা। 

Advertisement
durga puja fashion
  • 4/9

পুজো দারুণ স্পেশাল মিমির জন্য। কসবার আবাসনের পুজোয় মূলত উৎসবের দিনগুলি কাটে তাঁর। সেখানে ধুনুচি নাচ থেকে প্রসাদ বিতরণ, সবটাই করেন নিজের হাতে।  এবারের পুজো বাড়তি স্পেশাল। মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'রক্তবীজ ২'। ছবির প্রিমিয়ার থেকে সোজা মণ্ডপে হাজির হয়েছিলেন। এদিন নায়িকাকে দেখা গেল লাল রঙের স্লিভলেস লং আনারকলিতে। সঙ্গে নিয়েছেন ওড়না। ড্রেসের সঙ্গে মানাসই কুন্দনের আংটি, কানের দুল চোকার পরেছেন অভিনেত্রী। 
 

durga puja fashion
  • 5/9

ফেস্টিভ মুডে রয়েছেন নুসরত জাহান। একে পুজো, তার মধ্যে 'রক্তবীজ ২' ছবির তাঁর আইটেম সং 'অর্ডার ছাড়া বর্ডার ক্রশ' দারুণ হিট। নিজের কিছু শাড়ি পরা লুক শেয়ার করেছেন নায়িকা। ছবির প্রিমিয়ারে এভাবেই গিয়েছিলেন। লালচে রঙের একটি পার্টিওয়্যার শাড়ি পরেছেন নায়িকা। কানে রয়েছে বড় দুল। চুল হালকা টং করে বাঁধা। 

durga puja fashion
  • 6/9

পুজোয় শাড়িতেই মডার্ন লুক চাইলে সাজতে পারেন প্রিয়াঙ্কা সরকারের মতো। অভিনেত্রী পরেছেন ছাই রঙা সিল্কের শাড়ি এবং কালো স্প্যাগেটি ফ্লোরাল ব্লাউজ। হাতে শুধু রয়েছে ঘড়ি। খোলা চুলেই স্টাইল করেছেন তিনি। এরকম লুক সপ্তমী কিংবা নবমীর সন্ধ্যার জন্য একেবারে পারফেক্ট। 
 

durga puja fashion
  • 7/9

অপরাজিতা আঢ্যকে মাঝে মধ্যেই সাবেকি সাজে দেখা যায়। হাতে ডোকরার দুর্গা নিয়ে, ফটোসেশন করেছেন অভিনেত্রী। সবুজ রঙা শাড়ির সঙ্গে কনট্রাস্ট ব্রাউজ পরেছেন। হাত ভর্তি চুড়ি, কানে বড় ঝোলা দুল, চুলে মালা, কপালে বড় টিপ ও মুখে অমলিন হাসি। এই সবের কম্বোতে অপরাজিতা যে অনন্যা।  

Advertisement
durga puja fashion
  • 8/9

ইশা সাহাকে সব সময় হালকা সাজে দেখা যায়। টলি নায়িকাকে দেখা গেল লাল রঙা শাড়িতে। সঙ্গে তাঁর পরনে মানানসই হালকা গয়না। কপালে ছোট্ট টিপ। চুলের খোঁপায় গোলাপ গুঁজেছেন নায়িকা। এরকম স্নিগ্ধ সাজ হতেই পারে ষষ্ঠী কিংবা অষ্টমীর জন্য। 

durga puja fashion
  • 9/9

নবমীর দিন আপনি সাজতে পারেন সন্দীপ্তা সেনের মতো। হলুদ- সবুজ কম্বিনেশনের শাড়ি পরেছেন অভিনেত্রী। চুলে স্টাইল করেছেন আঁটসাঁট খোঁপা বেঁধে। সঙ্গে পরনে রয়েছে সোনালী রঙা কস্টিউম জুয়েলারি। (সমস্ত ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)  

Advertisement