Advertisement
মনোরঞ্জন

Gourab-Devlina in London: লন্ডনে পাড়ি দিয়েছেন দেবলীনা-গৌরব! তারকা জুটির স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছে নেটিজেনদের

  • 1/12

লন্ডনে গিয়েছেন জনপ্রিয় টলি জুটি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। দু'জনের সোশ্যাল পেজই ভরেছে সেই ছবিতে। 

  • 2/12

এখনও পর্যন্ত একসঙ্গে ছবি শেয়ার না করলেও, তারকা দম্পতি আলাদা আলাদা ছবি শেয়ার করে সেকথা উল্লেখ করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়াতে। 

  • 3/12

আসলে তাঁদের এই বিদেশ যাত্রা, শুধুই ঘুরতে যাওয়া না। তবে হ্যাঁ, কাজের ব্যস্ততার ফাঁকে একে অপরের জন্য সময় বের করে নিচ্ছেন দম্পতি। 
 

Advertisement
  • 4/12

পরবর্তী ছবি 'ঘরে ফেরার গান' -র শ্যুটিংয়ের জন্যেই লন্ডনে গিয়েছেন গৌরব। অরিত্র সেন পরিচালিত এই মিউজিক্যাল ড্রামাতে গৌরব ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা। 

  • 5/12

লন্ডনের আবহাওয়া এই সময় খুবই মনোরম। আর তা চুটিয়ে উপভোগ করছেন 'রবলীনা'। বিভিন্ন মুহূর্তে ফটো সেশন করছেন তাঁরা। 

  • 6/12

গৌরবের পরা কালো রঙা লং কোর্ট দেখে, অভিনেত্রী মিমি চক্রবর্তী কমেন্ট করেছেন, "ব্ল্যাক কোর্ট পরে টমি শেলবি হয়ে গেলি..."। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gourab Chatterjee (@baruog)

  • 7/12

নরম রোদ মেখে ট্রেনে ভ্রমণ করার ছবিও শেয়ার করেছেন গৌরব। ছোট পর্দার 'মথুরবাবুর' সেই সানকিসড ছবিতে প্রশংসায় ভরিয়েছেন ফ্যানরা। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gourab Chatterjee (@baruog)

Advertisement
  • 8/12

এদিকে উত্তম কুমারের নাত-বউ দেবলীনা কুমার ঠুমকা লাগাচ্ছেন বাদশাহের ট্রেন্ডিং গান 'জুগনু'-র সঙ্গে। সেই ভিডিওতেও কমেন্ট করেছেন বহু তারকা। 

 

  • 9/12

লন্ডনে দেবলীনার স্টাইল স্টেটমেন্ট চোখে পরার মত। একটি ছবিতে ছাই রঙা সোয়েটারের সঙ্গে তিনি পরেছেন রিপড ডেনিম। সঙ্গে রয়েছে ম্যাচিং লং জ্যাকেট। মাথা ঢাকা কালো টুপিতে। 


 

  • 10/12

আবার অন্য আরেকটি ছবিতে তাঁর পরনে রয়েছে ক্রিম রঙের একটি লং কোর্ট। বলাই বাহুল্য নেটিজেনরা দেখতে পাচ্ছেন, অভিনেত্রীর নিত্য নতুন ফ্যাশনেবল সাজ। যা এই শীতে তাঁদের কাজে লাগতে পারে নিজেদের ফ্যাশন গোল তৈরি করতে। 

 

  • 11/12

গত বছর ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন মহানায়ক উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব ও অভিনেত্রী- নৃত্যশিল্পী দেবলীনা। বিয়ে, ঘরোয়া বউভাত, সঙ্গীত এবং গ্র্যান্ড রিসেপশনের রীতিমতো কার্নিভাল চলছে এই তারকা-জুটির বিয়েতে। 
 

Advertisement
  • 12/12

সামনেই প্রথম বিবাহ বার্ষিকী। তবে সেই সময় দু'জনে বিদেশেই থাকবেন নাকি, দেশে ফিরে বিশেষভাবে উদযাপন করবেন, তা এখনও জানা যায়নি। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement