
নৈনিতাল বেড়াতে গিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। সোশ্যাল পেজে শেয়ার করেছেন ছবি। (ছবি - ইনস্টাগ্রাম)

নৈনিতালে শীতের আমেজ উপভোগ করছেন গৌরব-ঋদ্ধিমা। (ছবি - ইনস্টাগ্রাম)

হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ঋদ্ধিমা, ক্যামেরার পিছনে গৌরব। (ছবি - ইনস্টাগ্রাম)

গৌরবের ছবিও তুলে দিয়েছেন ঋদ্ধিমা। মুঠো ফোনে সুন্দর এডিটও করেছেন। (ছবি - ইনস্টাগ্রাম)

দুর্গাপুজো, কালিপুজো সব উৎসব কাটিয়ে এবার একটু নিজেদেরকে সময় দেওয়া। (ছবি - ইনস্টাগ্রাম)

ডেনিম জিন্স আর সাদা সোয়েটারে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। (ছবি - ইনস্টাগ্রাম)

হলুদ টি-শার্টের ওপর নীল জ্যাকেটে গৌরবও পাল্লা দিয়েছেন। সোশ্যাল পেজে শেয়ার করে ফোটো ক্রেডিট দিয়েছেন বউকে। (ছবি - ইনস্টাগ্রাম)

গৌরব-ঋদ্ধিমা দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। বিজয়ার শুভেচ্ছায় এই সুন্দর ছবিটা শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। (ছবি - ইনস্টাগ্রাম)

বন্ধু সাহেব ভট্টাচার্য সেরা মুহূর্ত ফ্রেমবন্দী করেছিলেন। (ছবি - ইনস্টাগ্রাম)

গৌরব-ঋদ্ধিমার নৈনিতাল ডায়েরিজের ছবি দেখে কমেন্ট করেছেন নুসরত। (ছবি - ইনস্টাগ্রাম)