Advertisement
মনোরঞ্জন

Tollywood Couple's Holi 2025 Celebration: আবিরে রাঙা টলিপাড়ার জুটিরা! দেখুন কারা কেমন সাজলেন, PHOTOS

Tollywood Celebs Holi
  • 1/8

দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি ভিন্ন নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। দোলযাত্রায় মেতে উঠেছেন টলিপাড়ার তারকা জুটিরা। নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেছেন সেই ছবি। 
 

Tollywood Celebs Holi
  • 2/8

টলিউড সুপারস্টার দেব ও রুক্মিণী মৈত্র দোল উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। ইনস্টা পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। 

 

Tollywood Celebs Holi
  • 3/8

টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন রঙের উৎসব উদযাপন করলেন একে অপরকে রং লাগিয়ে। এদিন দু'জনেই বেছে নিয়েছেন সাদা রঙা পোশাক।

Advertisement
Tollywood Celebs Holi
  • 4/8

হোলি পার্টিতে সামিল হয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। এই তারকা জুটির পরনেও সাদা পোশাক। নুসরত পরেছেন সাদা কুর্তি। অন্যদিকে যশ পরেছেন সাদা টি-শার্ট। 

Tollywood Celebs Holi
  • 5/8

আবিরের রঙে দোল উদযাপন করলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। গৌরব পরেছেন সাদা কুর্তা এবং দেবলীনা দোলের জন্য বেছেছেন প্যাস্টেল শেডসের শাড়ি। 

Tollywood Celebs Holi
  • 6/8

গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন এদিন। 

Tollywood Celebs Holi
  • 7/8

অনুপম রায় ও প্রস্মিতা পাল রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। সম্ভবত কোনও ট্রিপে গিয়ে এই ছবিটি লেন্সবন্দি করেছিলেন জুটি। 

Advertisement
Tollywood Celebs Holi
  • 8/8

ভ্যাকেশনে গিয়ে সেখান থেকেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। স্যুইমিং পুলের ধারে একাধিক ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করেছেন জুটি।      

Advertisement