কোভিড অতিমারী যেন আরও বেশি করে বুঝিয়েছে ডিজিটাল মাধ্যমের গুরুত্ব। রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন থ্রিলারধর্মী ছবি 'ইকির মিকির'। ১০৪ মিনিটের এই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।
এই ছবিতে রয়েছেন একঝাঁক টলিপাড়ার পরিচিত মুখ। অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতিম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায় চৌধুরী, তিয়াসা সহ অন্যান্যরা।
একজন নিরাপত্তারক্ষীর হত্যার তদন্ত চলছে। সন্দেহের তালিকায় রয়েছেন মূলত দুই ব্যক্তি। অতিমারী পরিস্থিতিতে দুই পরিবারের কথা তুলে ধরা হয়েছে ছবি, যাদের এই হত্যার সঙ্গে সম্পর্ক আছে।
সুরাশা,বছর তিরিশের এক মহিলা, যিনি তার একমাত্র মেয়ে সঙ্গে থাকেন। অতিমারীর কারণে, তার স্বামী ব্যাঙ্গালোরে আটকে রয়েছেন।
অন্যদিকে, বছর চল্লিশের এক ব্যক্তি রঞ্জন, যিনি দুর্ঘটনায় তার স্ত্রী এবং কন্যাকে হারিয়েছিলেন। তাদের অপরাধের দুটি ভিন্ন সংস্করণ রয়েছে। সুরশার সংস্করণ, রঞ্জনের সংস্করণ।
কিন্তু এর বাইরেও রয়েছে একটি তৃতীয় সংস্করণ। যা হল- সত্য। কীভাবে হত্যার রহস্যভেদ হবে? কোন সত্যি আসবে সামনে? তা জানা যাবে ছবিতে।
রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এটাই প্রথম ছবি। পরিচালক জানালেন, "এই ছবিটির রহস্য প্রথমার্ধে গোলকধাঁধায় রূপ নেয়। দ্বিতীয়া ভাগে ধীরে ধীরে একটি অপ্রত্যাশিত মোড় আসে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা যা কম আলোচিত হয়, সেটা তুলে ধরা হয়েছে ছবিতে। আমরা এই ছবিটি ৭ দিনের মধ্যে তৈরি করেছি। যাদের থ্রিলার ঘরানা পছন্দের তালিকায় রয়েছে, ছবিটি তাদের ভাল লাগবে।"
এম.এল.লক্ষ্মণের প্রযোজনায় এবং এম.এল.ফিল্মসের ব্যানারে আসছে 'ইকির মিকির'। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। টাইটেল ট্র্যাকটি গেয়েছেন নিকিতা গান্ধী। সিনেমাটোগ্রাফির দায়িত্ব পালন করেছেন রক্তিম মণ্ডল।