বুধবার শুরু হল সপ্তাশ্ব বসু পরিচালিত 'জতুগৃহ' ছবির শ্যুটিং। গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে এই ছবি।
'হরর' জঁনর-র এই ছবিতে প্রথমে বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর। কিন্তু হঠাৎ বদল হয় শিল্পী তালিকায়। এখন ছবিতে সেই জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার ও নবাগতা পিয়ালি চট্টোপাধ্যায়।
শিল্পী তালিকায় হঠাৎ রদবদলে উঠতে শুরু করে নানা প্রশ্ন। তবে আজতক বাংলাকে এর পিছনে সঠিক উত্তর কারণ জানিয়েছেন পরিচালক নিজেই। আসলে লকডাউনের জন্য পিছিয়ে যায় ছবির পূর্ব নির্ধারিত শ্যুটিং তারিখ। আর যার জেরে অনামিকার সঙ্গে তারিখ নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় আসলে এই বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালিম্পংয়ে ছবির প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়, মহরত করার পর, শ্যুটিং শুরু হল এদিন। কোভিড বিধি মেনে শ্যুটিং করা হচ্ছে বলে জানানো হয়েছে টিমের তরফ থেকে।
'জতুগৃহ'-তে এছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করছেন একজন ৭০ বছর বয়সী যাজক, জোসেফের ভূমিকায়। কিন্তু প্রথম দিন পরমব্রত বা পায়েল কারও দৃশ্যের শ্যুটিং ছিল না। তবে খুব শীঘ্রই তাঁরাও পৌঁছে যাবেন উত্তরবঙ্গে।
শ্যুটিং শুরুর প্রথম দিন দেখা গেল বনি ও পিয়ালীর পাহাড়ের রাস্তায় কিছু দৃশ্য। তবে গল্প কিংবা তাঁদের চরিত্র নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
উত্তর ভারতের পেডং, কালিম্পং, কার্শিয়ং- র কিছুটা ভেতর দিকে জনবসতি থেকে একটু দূরে, ঘন জঙ্গল, ছোট হোম স্টে এবং সেই সঙ্গে কলকাতায় কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে এই ছবির।
এর আগে আজতক বাংলাকে সপ্তাশ্ব বসু জানিয়েছিলেন, "আমাদের প্ল্যানিং অনেকটা বদল হয়েছে। কোভিডের জন্য লোকেশন নিয়ে এবং সমগ্র শ্যুটিং নিয়ে অনেক নতুন নিয়মবিধি এসেছে। সেই জন্য আমাদের গল্পেও অনেকটা বদল হয়েছে। এর আগে ঠিক ছিল জুন মাসে শ্যুট করবো। কিন্তু সেই তারিখ কিছুটা পিছিয়ে যায়। অনামিকার ডেট ম্যাচ হয়নি আমাদের সাথে, যেটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। গল্পের বদলের জন্য এখন পায়েল, পিয়ালি দু'জন অভিনেত্রীই লিড চরিত্রে রয়েছেন বলতে পারি। এদিকে বনি বা পরমব্রতও মূল চরিত্রে অভিনয় করছে।"