Advertisement
মনোরঞ্জন

Mimi Chakraborty Secrets: নলেন গুড়ের পায়েস পছন্দ মিমির! নিজের এই সিক্রেটগুলি ফাঁস করলেন নায়িকা

  • 1/10

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশী। তাঁদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। সাংসদ- নায়িকা মিমি চক্রবর্তী, তাঁর অনুরাগীদের জন্য শেয়ার করলেন কিছু সিক্রেট।
 

  • 2/10

নিজের সোশ্যাল পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেই। যেখানে তাঁর কাছে আসা কিছু প্রশ্নের উত্তর র‍্যাপিড ফায়ারের ন্যায় নেটিজেনদের সামনে। পছন্দের তালিকায় কী আছে নায়িকার? কোনটাই বা একেবারে না পসন্দ তাঁর? আসুন জানা যাক... 

  • 3/10

পাহাড় না সমুদ্র কোনটা পছন্দ করেন মিমি? তিনি জানালেন সমুদ্রই তাঁর বেশি পছন্দের।  
 

Advertisement
  • 4/10

সিনেমা আর বইয়ের মধ্যে কোনটাকে বেছে নেবেন, তা ভাবতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয় সাংসদ - নায়িকাকে। শেষে তিনি বলেন, "এটা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন। এটা আমার মুডের উপর নির্ভর করে।" 

  • 5/10

মিমিকে প্রশ্ন করা হয়, মায়ের হাতের রান্না না কেনা খাবার পছন্দ করেন তিনি? উত্তরে তিনি জানান, "মা আমার রান্না করেন না। যখন করেন, তখন মায়ের হাতের রান্না। নয়তো কেনা খাবারই পছন্দ।"  
 

  • 6/10

অনেকেরই অজানা, ফিটনেস ফ্রিক এই নায়িকার কিন্তু মিষ্টি খুব পছন্দের। তবে রসগোল্লা না নলেন গুড়ের সন্দেশের মধ্যে তিনি বেছে নিয়েছেন নলেন গুড়ের পায়েস। 
 

  • 7/10

নায়িকার সবচেয়ে প্রিয় ঋতু শীতকাল। একথাও তিনি জানিয়েছেন ভিডিওতে। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

Advertisement
  • 8/10

মাঝে মধ্যেই নিজের রকম কিছু সিক্রেট অনুগামীদের জন্য শেয়ার করেন সাংসদ- নায়িকা। এর আগেও এক ভিডিও থেকে জানা গিয়েছিল, ইটালিয়ান ক্যুইজিন পিৎজা মিমি চক্রবর্তীর পছন্দের খাবারের তালিকায় সবচেয়ে প্রথমে আসে। 
 

  • 9/10

সম্প্রতি সিক্যুইন ড্রেসে একটি ইন্সটা রিলস শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। নায়িকার বোল্ড লুকে রীতিমতো ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন ফ্যানেরা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

  • 10/10

সে ভিডিওতে আবির চক্রবর্তী থেকে শুরু করে আরও অন্যান্য তারকারাও কমেন্ট করে, প্রশংসা করেছেন।  (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement