Advertisement
মনোরঞ্জন

Mimi Chakraborty: সাদায় ভিন্ন রূপে মিমি! ট্রাডিশনাল থেকে ওয়েস্টার্ন, রইল ফ্যাশনিস্তা নায়িকার ছবি

  • 1/12

নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ছবি শেয়ার করেন তিনি।  

  • 2/12

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়েন সাংসদ -নায়িকা। তবে তাঁর ওয়ারড্রবে অন্যান্য রঙের পাশাপাশি সবচেয়ে বেশি দেখা যায় সাদা রং। 
 

  • 3/12

সাদা রং যে মিমির বেশ পছন্দের, একথা তাঁকে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। আসুন দেখা যাক, সাদা রঙে বিভিন্ন রূপে মিমিকে। 
 

Advertisement
  • 4/12

সম্প্রতি দুধ সাদা রঙা শাড়িতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিমি। শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরেছেন ফুলস্লিভ ব্যাকলেস ব্লাউজ। 

  • 5/12

মিমি শাড়ির সঙ্গে পরেছেন মানানসই হালকা গয়না। বান করা চুলে গোঁজা সাদা গোলাপ। 
 

  • 6/12

একই সঙ্গে বোল্ড ও স্নিগ্ধরূপে সকলের সামনে ধরা দিলেন তিনি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। 

 

  • 7/12

আগেও সাদা শাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সে সময় তিনি পরেছিলেন মেরুন স্প্যাগেটি ব্লাউজ। সঙ্গে ভারী সোনার ট্রাডিশনাল গয়না।

Advertisement
  • 8/12

নায়িকার এই সাদা বেলুন টপ পরা ছবি দেখে বোঝাই যাচ্ছে, কতটা ফ্যাশনিস্তা তিনি। 

  • 9/12

 এক স্বাধীনতা দিবসে এরকম লুক সেট করেছিলেন মিমি চক্রবর্তী। সাদা কুর্তির সঙ্গে নিয়েছিলেন রঙিন পাড় বসানো দোপাট্টা। 

  • 10/12

কিছুদিন আগে, পুরীর জগন্নাথ মন্দিরের সামনেও তাঁকে পোজ দিতে দেখা গেছে একটি সাদা কুর্তি পরেই। 

  • 11/12

এই লুকটা দেখেছেন? বেশ অন্যরকম না? সাদা ফর্মাল শার্টের সঙ্গে দারুণ হয়েছে গ্যালেজ ট্রাওজার, বো ও হ্যাটের কম্বিনেশন। 

Advertisement
  • 12/12

একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ডে দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। আপনিও সাজতে চান এরকম? তাহলে আর দেরি কেন? অনলাইন কিংবা শপিং মলে সহজেই পাওয়া যাবে এই ধরণের পোশাক। 
 

Advertisement