গত কয়েকদিন ধরেই আলোচনায় 'মিনি'। প্রশ্ন উঠেছিল, মুক্তির আগেই কি ফাঁস হল ছবির ট্রেলার? কথা হচ্ছে মৈনাক ভৌমিকের নতুন ছবি নিয়ে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায়।
টলিপাড়ার অনেকে মনে করছিলেন, ছবির প্রচার ঝলক তৈরি করার পর পরিচালকই হয়তো কাউকে দেখতে দিয়েছিলেন সেটি। আর সেখান থেকেই কিছু মানুষের কাছে প্রকাশ্যে আসার আগে থেকেই পৌঁছে গেছে ট্রেলার। আবার অনেকের মতে, এটা নাকি প্রোমোশন স্ট্র্যাটেজি।
এবার প্রকাশ্যে এলো ট্রেলার। শুক্রবার শহরের একটি শপিং মলে, লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন 'মিনি'-র কলাকুশলীরা। এই ছবির মাধ্যমে রাহুল ভঞ্জের সঙ্গে প্রযোজনায় হাতেখড়ি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর। ছবিটি আসছে 'স্মল টক আইডিয়াস' -র ব্যানারে।
'মিনি' ছবিতে মিমি -অয়না ছাড়াও রয়েছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দোপাধ্যায়, রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।
বন্ধুত্ব না মানে বয়স, না মানে স্থান -কাল -পাত্র। একথা সকলেরই জানা। 'মিনি' -তেও ঠিক এরকমই এক গল্প বুনেছেন মৈনাক। মাসি ও বোনঝি- তিতলি ও মিনির অসমবয়সী বন্ধুত্বের গল্প বলবে এই ছবি।
ট্রেলারে দেখা যাচ্ছে, 'তিতলি' (মিমি চক্রবর্তী), একজন স্বাধীনচেতা মহিলা। তিতলির জীবন একেবারে পাল্টে যায়, যখন তার দিদি হাসপাতালে ভর্তি হওয়ায়, বোনঝি 'মিনি' (অয়ন্না চট্টোপাধ্যায়) -র দায়িত্ব নিতে হয় তাকে। শুরু হয় তার নতুন জার্নি।
আসছে মাসি-বোনঝি জুটি,
— Mimssi (@mimichakraborty) April 8, 2022
সঙ্গে অনেকটা ভালোবাসা আর একটু খুনসুটি।
Presenting the Official Trailer of #Mini. In Cinemas 6th May.@talkmainak @saregamabengali @savvygupta @smalltaalkideashttps://t.co/3ph8jMFfY8
একজন মহিলা এবং একটি শিশুর হৃদয়বিদারক গল্প 'মিনি'। যেখানে একজন চায় লম্বা হতে, অন্যজনের আবার ইচ্ছে বড় হওয়ার। ট্রেলারে যেমন রয়েছে মজা, সেরকম কিছু ঝলক সংবেদনশীল। মিষ্টি গল্পের মধ্যেও রয়েছে সমাজের জন্য বার্তা।
অভিনেত্রী -সাংসদ মিমি চক্রবর্তীর কথায়, "মৈনাকের সঙ্গে আমার প্রথম কাজ 'মিনি'। তিতলি চরিত্রের জন্য লকডাউনের সময় মৈনাক আমায় ফোন করে। প্রথমবার পড়েই স্ক্রিপ্টটা আমার ভাল লেগেছিল। তিতলির দৃষ্টিভঙ্গি অনেকটা আমার মতো। ও যেভাবে কথা বলে, যেভাবে চলাফেরা করে, যা পোশাক পরে, সব কিছুতেই মিল আছে। ছবিতে নারীকেন্দ্রিক স্ক্রিপ্ট খুব কমই লেখা হয়। আমি এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে পরিচালক আমার কথা ভেবেই চিত্রনাট্য লিখেছেন। একজন অভিনেতা হিসাবে আমি মন করি, 'মিনি', আমায় মৈনাকের দেওয়া একটা দারুণ উপহার।"
পরিচালক মৈনাক ভৌমিক জানালেন, "আমি সত্যিই খুশি কারণ, এটি মিমি এবং স্মল টক আইডিয়াসের সঙ্গে আমার প্রথম কাজ। একটি শিশু এবং একজন প্রাপ্ত বয়স্কর মধ্যে বন্ধুত্বের সম্পর্কের গল্প 'মিনি'। আমি আশাবাদী যে দর্শকেরা নতুন কিছু উপভোগ করতে পারবেন।"
অভিনেত্রী - প্রযোজক সম্পূর্ণা লাহিড়ী বললেন, "রাহুলের সঙ্গে আমার প্রোডাকশন হাউস স্মল টক আইডিয়া নিয়ে আসতে পেরে আমি আনন্দিত। 'মিনি' আমাদের প্রথম প্রযোজনা এবং আগামী দিনে আমাদের আরও বেশ কয়েকটি ছবি করার পরিকল্পনা রয়েছে। এটা প্রায়ই দেখা যায় এবং অনুমান করা হয় যে, যখন একজন মহিলা অভিনেতা প্রযোজনায় আসেন, তারা নিজেরাই মুখ্য চরিত্রে অভিনয় করবেন। কিন্তু আমার তা করার কোনও ইচ্ছে নেই। আমি আমার প্রযোজনা সংস্থার মাধ্যমে ভাল ছবি তৈরি করতে চাই। সেই সঙ্গে গুণী শিল্পীদের নিয়ে টলিউডের অন্যান্য মহিলাদের ক্ষমতায়নে আগ্রহী।"