Advertisement
মনোরঞ্জন

'মৃগয়া: প্রথম অধ্যায়' প্রথমবার জুটি বাঁধলেন অঙ্কুশ - দর্শনা, হয়ে গেল মহরৎ

'মৃগয়া'র শুভ মহরৎ
  • 1/7

'মৃগয়া' ছবির শুভ মহরৎ। হাজির দুই প্রধান চরিত্র অঙ্কুশ এবং দর্শনা। সঙ্গে পরিচালক শৌভিক ভট্টাচার্য।

স্বামী-স্ত্রীর চরিত্রে অঙ্কুশ-দর্শনা
  • 2/7

ছবিতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারের ভূমিকায় অঙ্কুশ। অঙ্কুশের স্ত্রীর চরিত্রে দর্শনা।

ছবিতে অফিসার অঞ্জন সেনগুপ্ত অঙ্কুশ (ছবি সৌজন্যে - অঙ্কুশের ফেসবুক)
  • 3/7

গোকুলপুর সৈকতে পাঁচ বন্ধু ঘুরতে যায়। পরেরদিন তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। তদন্তের ভার নেন অঞ্জন সেনগুপ্ত, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার ওরফে অঙ্কুশ। স্থানীয় পুলিস মাইতি সাহায্য করে অঙ্কুশকে। মাইতির চরিত্রে দেখা যাবে অভিনেতা সুব্রত দত্তকে।

Advertisement
পুলিস অঙ্কুশ এই ছবির ইউএসপি
  • 4/7

ইতিমধ্যেই ছবির সিক্যুয়েলের পরিকল্পনাও করে ফেলেছেন পরিচালক। তাই এমন নামকরণ। এমন থ্রিলারধর্মী ছবিতে পুলিসের চরিত্রে অঙ্কুশ এই ছবির ইউএসপি।

অঙ্কুশের স্ত্রীর চরিত্রে দর্শনা (ছবি সৌজন্যে - দর্শনার ফেসবুক)
  • 5/7

অঙ্কুশের সাহসী ঘরণী হয়ে দর্শনা চমকে দেবেন সকলকে, এমনটাই আশা পরিচালকের।

মহরতে 'মৃগয়া'
  • 6/7

১৯ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু। কলকাতা, ওড়িশা সহ পার্শ্ববর্তী এলাকায় চলবে শুটিং। ছবির ডিওপি রিপন হোসেন।

'মৃগয়া'
  • 7/7

'মৃগয়া'র পোস্টার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগেই। এসটিডিএস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এ ছবির মুক্তি আগামী বছর।

Advertisement