Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan Becomes Mother: ভেঙেছেন, তবু বারবার উঠে দাঁড়িয়েছেন 'সিঙ্গেল মাদার' নুসরত!

  • 1/12

পুত্র সন্তানের (Baby Boy) জন্ম দিয়েছেন অভিনেত্রী - সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বৃহস্পতিবার দুপুর ১২.৪৫ নাগাদ, সি -সেকশন ডেলিভারির (C-Section delivery) মাধ্যমে ভূমিষ্ঠ হয় তাঁর প্রথম সন্তান। 

  • 2/12

সদ্যোজাতের ওজন ২.৯ কিলোগ্রাম। যশ দাশগুপ্ত জানান, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন। সন্তান জন্ম দেওয়ার সময়, শর্ত অনুযায়ী, তাঁর প্রেমিক -অভিনেতা যশ দাশগুপ্ত ছিলেন নুসরতের ছায়াসঙ্গী হয়ে। 
 

  • 3/12

নুসরতের পোস্ট করা প্রতিটা ছবি ও ভিডিয়োতে ট্রোল করেন বহু নেটিজেন। তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাতও বাড়িয়ে দেন নায়িকার দিকে। তাঁদের মতে, 'স্বাধীন নারী' কিংবা 'সিঙ্গেল মাদার' হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান। মা হওয়ার পর তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন তারকা থেকে নেটিজেনরা। 
 

Advertisement
  • 4/12

ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক মাস বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। জীবনে নানা ঝড় সামলেছেন নুসরত। বিভিন্ন সময়ে কাটিয়ে উঠেছেন নানা উত্থান -পতন। 

  • 5/12

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেন, যশের সঙ্গে সম্পর্ক এবং তাঁর মা হওয়ার সম্পূর্ণ জার্নিটা শান্তভাবে সামলেছেন নুসরত জাহান। যার জন্যে বহু প্রশংসাও কুড়াচ্ছেন নায়িকা। 

  • 6/12

বুধবার সন্ধ্যাবেলা নিজের পাম এভিনিউয়ের বাড়ি থেকে যশের টালিগঞ্জের ফ্ল্যাটে যান নুসরত। এরপরই তাঁরা একসাথে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। গাড়ি চালাচ্ছিলেন যশ এবং সামনের সিটে তাঁর পাশে বসেছিলেন হবু মা। যা দেখে তাঁর সাহসিকতার কথা বারবার উঠছে। 
 

  • 7/12

গত দুর্গাপুজোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নো এন্ট্রি জোনে অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস পাঠানো হয়েছিল নুসরত জাহান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সেই ঘটনাও সামলেছিলেন তিনি। 

Advertisement
  • 8/12

স্বামী নিখিল জৈনকে নিয়ে বিবৃতি দেওয়ার পর পার্লামেন্টে নিজেকে বিবাহিত বলায় ও সিঁদুর পরার জন্যেও সমালোচনার সম্মুখীন হন তিনি। এমনকি পদত্যাগের দাবিও ওঠে তাঁর, বহু রাজনৈতিক মহল থেকে। এই ঘটনাও সামলেছেন তারকা -সাংসদ। 

  • 9/12

নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয়েছে তৃণমূলের সাংসদ নুসরত জাহানকে। কলকাতার রথযাত্রায় তাঁর উপস্থিতি থেকে সিঁদুর  খেলা ধর্মীয় বিতর্কে জড়ান হয় তাঁর নাম। যদিও এসবকে কার্যত পাত্তা দেননি বসিরহাটের সাংসদ।
 

  • 10/12

একেবারে 'কেয়ার নট' অ্যাটিটিউড রাখতেই দেখা গেছে তারকা- সাংসদকে। তিনি দিব্যি উপভোগ করেছেন তাঁর মাতৃত্ব। এমনকি শুভদিনে সকালবেলা 'পজিটিভিটির' বার্তা দিয়েছেন তিনি। ইন্সটা পোস্ট করে জানান, ভয়কে ছাপিয়ে বিশ্বাসেই অটল রয়েছেন তিনি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 11/12

তবে সন্তানের জন্ম হওয়ার পর এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি তাঁর সন্তানের পিতৃ পরিচয়। এখন অবধি 'সিঙ্গেল মাদার' হিসাবে পরিচয় দিচ্ছেন তিনি। সব কিছুর মধ্যেই নিজেকে ইতিবাচক ভাবনার বলয়ে রেখেছেন নুসরত জাহান। সব মিলিয়ে তাঁর সাহসিকতার জন্য কুর্নিশ জানাতে ভুলছেন না অনেকেই।    

Advertisement
  • 12/12

ছবি সৌজন্য - ফেসবুক ও ইন্সটাগ্রাম 

Advertisement