Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan Baby Bump: বেবি বাম্পের ছবি পোস্ট করে 'ঘরে ফেরার' ডাক নুসরতের! স্বাধীনতা চাইছেন লিখিল?

  • 1/10

অভিনেত্রী- সাংসদ নুসরত জাহানের অন্ত:সত্ত্বা হওয়ার কথা এখন আর কারও অজানা না। এই নিয়ে এখনও নেটপাড়ার সঙ্গে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। সাংসদ পদ থেকে নুসরতের পদত্যাগের দাবী উঠেছে ইতিমধ্যেই। 

  • 2/10

এই নিয়ে নিজে এখনও মুখ না খুললেও নুসরতের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে নতুন অতিথি। এদিকে যত সময় যাচ্ছে পরিণত হচ্ছেন তিনি। চোখেমুখে এবং চেহারায় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তাঁর মাতৃত্বের ছাপ। নুসরত জাহান কিন্তু সবটাই মন থেকে উপভোগ করছেন। 

  • 3/10

 এদিকে  ধীরে ধীরে নিজেই প্রকাশ করছেন বেবি বাম্পের ছবি। বলা ভাল এত সমালোচনা, ট্রোলিংয়ের পরেও এখন আর সন্তানের কথা লুকোছাপা করতে চাইছেন না নায়িকা। উল্টে নিজের মাতৃত্ব যেন আরও বেশি করে উপভোগ করছেন তিনি।

Advertisement
  • 4/10

শনিবার কালো- সাদা মিকি মাউস প্রিন্টের 'জগার ড্রেস' পরা ছবি শেয়ার করেছেন নুসরত। আর সেখানে স্পষ্ট তাঁর পরিণত বেবি বাম্প। সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে পাখি পথ হারিয়েছে, তার এবার ঘরে ফেরার পালা’।  

  • 5/10

প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নিজের আশ্রয় খুঁজে পেলেন নায়িকা? কিন্তু সেকথাও তো বলার উপায় নেই। কারণ তাঁর সন্তানের পিতৃত্বের অনিশ্চয়তা বা বলা ভাল প্রকাশ্যে অনিচ্ছুক থেকেও মাতৃসত্ত্বা উদযাপন করছেন তিনি। 

  • 6/10

বলা চলে 'সমালোচনা' আর 'নুসরত' এই দুটি শব্দ যেন এখন সমার্থক হয়ে উঠেছে। বরাবরই 'কেয়ার নট অ্যাটিটিউট' রাখতে পছন্দ করেন নুসরত জাহান। তবে আগের সব আলোচনা থেকে এইবারে তাঁকে নিয়ে চর্চা যেন শীর্ষে উঠেছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 7/10

এদিকে এত স্ট্রেসের মধ্যে নিজেকে কিছুটা ভাল রাখতে চাইছেন তিনি। সেই জন্যে বেছে নিয়েছেন অন্য পথ। গার্ডেনিংয়ে মন দিয়েছেন 'মম-টু-বি' নুসরত। আর সেই ছবিও তুলে ধরেছেন সোশ্যাল পেজে। 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement
  • 8/10

তাঁর সম্প্রতি শেয়ার করা ওয়াটার ফটো শ্যুটের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে জলের মধ্যে তিনি যেন জলকেলিতে মগ্ন। কালো রঙা লং ড্রেসে বেছে নিয়েছেন এই সময় নায়িকা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 9/10

তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাত বাড়িয়েছেন নায়িকার দিকে। তাঁদের মত, 'স্বাধীন নারী' কিংবা  'সিঙ্গেল মাদার' হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান। 

  • 10/10

তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাত বাড়িয়েছেন নায়িকার দিকে। তাঁদের মত, 'স্বাধীন নারী' কিংবা  'সিঙ্গেল মাদার' হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান। 

Advertisement