scorecardresearch
 
Advertisement
টলিউড

'সুন্দরী, নম্র হলেও, প্রয়োজনে মুখও ভেঙে দিতে পারি', সোশ্যাল মিডিয়ায় রণং দেহি নুসরত

নুসরত
  • 1/8

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আবারও অন্যধরনের ক্যাপশন দিলেন নুসরত। কী লিখেছেন তিনি? (ছবি-ইনস্টাগ্রাম)

নুসরত
  • 2/8

হাতে বই নিয়ে, হালকা মেকআপ লুকে অভিনেত্রী নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)

নুসরত
  • 3/8

ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, 'সুন্দরী, নম্র হলেও, প্রয়োজনে মুখও ভেঙে দিতে পারি'। কিন্তু কেন এমন লিখলেন নুসরত? (ছবি-ইনস্টাগ্রাম)
 

Advertisement
নুসরত
  • 4/8

মহিলাদের কোমল, সুন্দরী, নমনীয় ভেবে অনেকেই মনে করেন তাঁরা নিজেদের রক্ষা করতে পারেন না। (ছবি-ইনস্টাগ্রাম)

নুসরত
  • 5/8

নুসরতের এই পোস্ট যেন তাঁদেরই জন্য। মহিলাদের এমন ভেবে ভুল করার কথা বললেন নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)

নুসরত
  • 6/8

সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই বার্তা পৌঁছেছে সকল মহিলাদের কাছেও। (ছবি-ইনস্টাগ্রাম)

নুসরত
  • 7/8

মেকআপ, সাজগোজের মধ্যে নিজেকে আটকে না রেখে আত্মরক্ষা ও অপমানের বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলেছেন নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
 

Advertisement
নুসরত
  • 8/8

কিছুদিন আগেই নুসরত ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমাকে নিয়ে পড়াশোনা কোরো না, গ্র্যাজুয়েট হতে পারবে না'। (ছবি-ইনস্টাগ্রাম)
 

Advertisement