
টেলিভিশনের জনপ্রিয় মুখ রণিতা দাশ। 'ইষ্টিকুটুম'-র বাহামণি এখনও মনের কাছের হয়ে রয়েছে বহু দর্শকদের।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। জীবনের বিভিন্ন মুহূর্ত ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

নেটমাধ্যমে প্রায়ই উষ্ণ ছবি শেয়ার করেন রণিতা। সম্প্রতি নিজের কিছু বোল্ড ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে ফ্যানেরা ভরিয়েছেন ভার্চুয়াল ভালোবাসা ও প্রশংসায়।

যদিও এর আগেও বিভিন্ন সময়, খোলামেলা ফটোশ্যুটের ঝলক তুলে ধরেছেন তিনি বিভিন্ন সময়। সাধাসিধে 'বাহা' বাস্তব জীবনে আসলে একেবারে বিপরীতধর্মী।

বাহা চরিত্রের মাধ্যমে রাতারাতি তারকা হয়েছিলেন রণিতা। কিন্তু হঠাৎই 'ইষ্টিকুটুম' থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ধারাবাহিক থেকে সরে যাওয়ার পরে রণিতাও যেন হারিয়ে গিয়েছেন।

অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন রণিতা। জুটি নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন। যেখান থেকে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ 'এনক্রিপটেড' তৈরি হয়েছে। এছাড়াও দু'জনে মিলে আরও বেশ কয়েকটি কাজ করেছেন।

টেলিভিশনে কাজ না করলেও, বড় পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করছেন রণিতা দাশ।

বেশীরভাগ সময় প্রশংসা মিললেও, নিন্দুকরা কটূকথা বলতেও ছাড়েন না রণিতাকে। অনেকেই কমেন্ট করেন, বাহামণির মতো চরিত্রে অভিনয় করার পর এরকম বেশে তাঁকে মানায় না বলেই দাবী তাদের।

যদিও নেতিবাচক মন্তব্যে পাত্তা না দিয়ে, নিজের মতো এগিয়ে চলেছেন টেলি অভিনেত্রী। সে প্রমাণ মেলে তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।

সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক ও ইনস্টাগ্রাম