scorecardresearch
 
Advertisement
টলিউড

Ritabhari Chakraborty: মধ্যরাতে মনের মানুষকে মিস করছেন ঋতাভরী! উষ্ণ ছবিতে তাঁকে দিলেন প্রেমের বার্তা

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 1/9

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) জীবনের প্রতিটি মুহূর্তের আপডেট নিজেই শেয়ার করেন তাঁর সোস্যাল হ্যান্ডেলে। যার মধ্যে বর্তমানে প্রায়শই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতেও দেখা গেছে তাঁকে।

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 2/9

সামনে এল ঋতাভরীর আরও একটি বোল্ড ছবি। খাটে শুয়ে, নায়িকার কানে রয়েছে টেলিফোন। ক্যাপশনে লিখেছেন, "জানি এখন রাত ২ টো বাজে। শুধু তোমার গলার আওয়াজ শুনতে চাইছিলাম..."

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 3/9

যদিও এই বার্তাটি তাঁর বয়ফ্রেন্ড, নাকি অন্য কারও জন্য তা লেখেননি অভিনেত্রী। তবে কালো লেস দেওয়া নেটের ড্রেসে তিনি যথেষ্ট নজর কাড়ছেন নেটিজেনদের। 

 

Advertisement
Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 4/9

প্রায়ই নিজের উষ্ণ ছবিতে সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলছেন ঋতাভরী। আর ফ্যানেরা কমেন্ট বক্সে ভরাচ্ছেন ভার্চুয়াল প্রেমে। বলা চলে এই মুহূর্তে ঋতাভরী জ্বরে কাবু বহু নেটাগরিক।
 

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 5/9

কখনও ইন্ডিয়ান তো কখনও ওয়েস্টার্ন, সামনে আসা যে কোনও ছবিতেই হিট ঋতাভরী। সেখানে বাদ যায় না বিভিন্ন ব্রাইডাল শ্যুটের ছবিও।

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 6/9

এর আগেও তিনি ফ্যানদের সঙ্গে শেয়ার করেছিলেন গা গরম করা 'হট' ছবি। আর তাতেই মজেছিলেন ঋতাভরীপ্রেমীরা। 

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 7/9

গত রাখি পূর্ণিমার দিন তিনি হাজির হয়েছিলেন ৬৬ পল্লী ক্লাবের খুঁটিপুজোয়। কলকাতার বুকে এই প্রথম চার মহিলা পুরোহিত দুর্গাপুজোর পৌরোহিত্য করবেন। যেমনটা তিনি, শবরী চরিত্রে করেছিলেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে। 
 

Advertisement
Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 8/9

কিছুদিন আগেই গুজব ছড়ায় এই বছরের শেষেই বিয়ে করতে চলেছেন নায়িকা। তবে সেই আলোচনায় ইতি টেনে তিনি নিজেই পোস্ট করেন, "এত শীঘ্রই বিয়ে করছি না।" 
 

Ritabhari Chakraborty soaring the temperature higher with a bold picture ঋতাভরী চক্রবর্তী
  • 9/9

এই বছরই দুটি অপারেশনের পর শারীরিক ও মানসিক ভাবে অনেকটাই দুর্বল ঋতাভরী চক্রবর্তী। সেই কথা নিজেই জানিয়েছেন সকলকে। তবে ধীরে ধীরে নিজেই সেই পরিস্থিতি কাটিয়ে 'ব্যাক অন অ্যাকশন' হচ্ছেন টেলিভিশনের 'ললিতা'।


 


 

Advertisement