scorecardresearch
 
টলিউড

Ritabhari Chakraborty: গোড়ালিতে চোট! প্রতিশ্রুতি রাখতে হুইল চেয়ারেই হাসি মুখে ইভেন্টে পৌঁছালেন ঋতাভরী

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 1/10

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জীবনের প্রতিটি মুহূর্তের আপডেট নিজেই শেয়ার করেন তাঁর সোস্যাল হ্যান্ডেলে। 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 2/10

বারবার ঋতাভরী, তাঁর ইচ্ছাশক্তি, মানসিক শক্তির জোড়ে অবাক করেছেন ফ্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বাকিদের। 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 3/10

সম্প্রতি গোড়ালিতে চোট পেয়েছেন নায়িকা। একেবারেই হাঁটতে পারছেন না। এদিকে যেতে হবে একটি বড় ইভেন্টে। এবার উপায়? 
 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 4/10

কমিটমেন্ট থেকে পিছু হটলেন না ঋতাভরী। আবারও সকলকে অবাক করে হুইল চেয়ারে বসেই হাজির হলেন শহরের একটি পাঁচতারা হোটেলের ভেন্যুতে। 
 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 5/10

সেই ছবি নিজেই সোস্যাল পেজে শেয়ার করে তিনি লিখেছেন, " আমি হুইল চেয়ারে পৌঁছালাম...ব্যথা থাকলেও মুখে হাসি নিয়ে। আমার শক্তির চেয়ে কোনও ব্যথাই এখন বড় না।" 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 6/10

তিনি আরও লিখেছেন, "সেদিন সকালে আমার গোড়ালিতে খুব খারাপ ভাবে চোট লাগে। এমনকী হাঁটতেও পারছি না। তবে গত এক বছরে আমার উপর দিয়ে যা গেছে, কোনও কিছুই আমার কাজ ও প্রতিশ্রুতি থেকে, এখন আর আটকাতে পারবে না আমায়। আমি বিশ্বাস করতে চাই অতীতের ঘটনাগুলি আমাকে অজেয় করে তুলেছে।" 

 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 7/10

গত এক বছরে দুটি বড় অস্ত্রোপচারের ঝক্কি সামলেছেন ঋতাভরী চক্রবর্তী। আটমাসের বেশি সময় শয্যাশায়ী থাককে হয় তাঁকে। ফলস্বরূপ শারীরিক ভাবে অসুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 8/10

দীর্ঘদিন কেটেছে ডিপ্রেশনের মধ্যে দিয়ে। যা নিজেই সকলকে জানিয়েছেন তিনি। উল্টে যারা তাঁর ডিপ্রেশনে ভুগছেন, তাঁদের জন্য ব্যবস্থা করেছেন ফ্রি কাউনসেলিংয়ের।

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 9/10

শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ওজন বেড়েছে নায়িকার। পুজোর আগে একটি বিজ্ঞাপনে তা বুঝতে পেরে নিন্দুকদর ট্রোলিংয়ের স্বীকার হতে হয় তাঁকে। 

Ritabhari Chakraborty suffers ankle twist and pain - ঋতাভরী চক্রবর্তী
  • 10/10

তবে সে সবে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পুজোর আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'এফআইআর'। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।