Advertisement
মনোরঞ্জন

Ritabhari Chakraborty: সব কুসংস্কার ত্যাগ করতে অনেক সাহস ও ধৈর্য লাগে: ঋতাভরী

  • 1/11

বরাবর নিজের ইচ্ছাশক্তি, মানসিক শক্তির জোড়ে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী অবাক করেছেন ফ্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বাকিদের। নায়িকার থেকে সকলেই পান পজিটিভিটি বা সামাজিক বার্তা। 

  • 2/11

সম্প্রতি নিজের কিছু ফটো শ্যুট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিলেন নায়িকা। 

  • 3/11

ঋতাভরী লিখেছেন, "সমস্ত কুসংস্কার ত্যাগ করতে এবং আপনি ঠিক কে হতে চান, তা বেছে নিতে অনেক সাহস এবং ধৈর্য লাগে। তবে শিক্ষা কখনও শেষ হয় না - হয় কি?" 
 

Advertisement
  • 4/11

ধূসর রঙা ডিপ নেক ড্রেসে ঋতাভরীর এই বোল্ড লুকের ছবিতে ভালোবাসায় ভরিয়েছেন ফ্যানেরা। আর সে প্রমাণ মেলে কমেন্ট বক্সেই। 

 

  • 5/11

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে শবরী চরিত্রে সকলের মন জয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। এই ছবি সমাজের তথাকথিত কুসংস্কার ভেঙে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প। 
 

  • 6/11

সম্প্রতি ডব্লিউবিএফজেএ অ্যাওয়ার্ডসের তরফে এই ছবিতে তাঁর দারুণ অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেয়েছেন নায়িকা। 

 

  • 7/11

কিছুদিন আগেই ঘুরে এসেছেন দুবাই থেকে। মরু শহরের ছবি, ভিডিও সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন তিনি। 
 

Advertisement
  • 8/11

দুবাইয়ের মিরাক্যাল গার্ডেনের সামনে ঋতাভরীর ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন পর এই ট্রিপ, তাঁর কাছে কতটা স্পেশাল। 

 

  • 9/11

আসলে গত বছর দুটি বড় অস্ত্রোপচারের ঝক্কি সামলেছেন ঋতাভরী চক্রবর্তী। আটমাসের বেশি সময় শয্যাশায়ী থাককে হয় তাঁকে। ফলস্বরূপ শারীরিক ভাবে অসুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। 
 

  • 10/11

শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ওজন বেড়েছে নায়িকার। পুজোর আগে একটি বিজ্ঞাপনে তা বুঝতে পেরে নিন্দুকদর ট্রোলিংয়ের স্বীকার হতে হয় তাঁকে। তবে সে সবে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পুজোর আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'এফআইআর'। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। 
 

  • 11/11

সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক 
 

Advertisement