scorecardresearch
 
Advertisement
টলিউড

বাদল সরকারের নাটক এবার বড় পর্দায়! শেষ হল 'শহরের উপকথা'-র শ্যুটিং

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 1/8

বাদল সরকারের নাটক 'বাকি ইতিহাস'-এবার বড় পর্দায়। নাটকের সিনেমাটিক রূপান্তর 'শহরের উপকথা'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন নবীন পরিচালক বাপ্পা।  

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 2/8

সম্প্রতি শেষ হল ছবির শ্যুটিং। এই ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের জাতীয়পুরষ্কার প্রাপ্ত লেখক আসরাফ শিশির।  

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 3/8

এই ছবিতে কাজ করেছেন জয় সেনগুপ্ত, রাহুল ব্যানার্জি, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য ব্যানার্জি, শুভাশিস মুখার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, রজত গাঙ্গুলি, লামা হালদার সহ আরও অন্যান্যরা।
 

Advertisement
শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 4/8

১৯৬৫ সালে বাদল সরকারের  লেখা এই নাটকটি ২০২১ সালে এসেও প্রাসঙ্গিক করে তোলা ছিল খুব কঠিন। তাই ছবির প্রযোজক শ্রী কৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস ও পরিচালক আশাবাদী, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এইরকম প্রাসঙ্গিক ও একদম অন্যধারার এই ছবি পছন্দ করবেন দর্শকেরা।
 

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 5/8

প্রথম ছবি ‘শহরের উপকথা ’নিয়ে পরিচালক বাপ্পা জানিয়েছেন,"বাদল সরকারের নাটক 'বাকি ইতিহাস' লেখা হয়েছে ১৯৬৫ সালে। কিন্তু ২০২১ সালে এসেও এটি খুবই প্রাসঙ্গিক। সামাজিক অবক্ষয়ের গল্প এটি। আমাদের জীবনে নিজেদের প্রতিদিনের রুটিংয়ের বাইরেও অনেক কিছুই ঘটে চলেছে। আমরা শুধুই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করা ছাড়া আমাদের কিছুই করার নেই বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছি।"
 

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 6/8

তিনি আরও বলেছেন, "শুধু নিজেদের সার্থসিদ্ধির জন্য দৈনন্দীন জীবনযাত্রার বাইরেও যে সকল কর্মকাণ্ড সমাজকে অবলীলায় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার বিরুদ্ধে কিছুই করার নেই আমাদের? সেই কথাই বলে এই গল্প।"
 

শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 7/8

এই ছবিতে রয়েছেন অনেক গুণী শিল্পীরা। অবশ্যই একটা অন্যরকম ছবি হতে চলেছে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
শ্যুটিং শেষ হল 'শহরের উপকথা'-র
  • 8/8

বর্তমানে জোর কদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশানের কাজ । তবে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরই বড় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'শহরের উপকথা'। 

Advertisement