scorecardresearch
 
Advertisement
টলিউড

প্রথমবার জুটি বাঁধলেন সাহেব-সৌরসেনী! সামনে এলো রহস্যে মোড়া 'সিন্ডিকেট' -এর লুক

'সিন্ডিকেট'
  • 1/9

 মুম্বই খ্যাত পরিচালক শেখর ঘোষের ছবির ফার্স্ট লুক পোস্টার ও মোশন লোগো প্রকাশ্যে এসেছে। থ্রিলারধর্মী এই ছবির নাম 'সিন্ডিকেট'। 

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 2/9

 ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য ও সৌরসেনী মৈত্র। 

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 3/9

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখার্জি, সুদীপ মুখার্জি, চন্দন সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, প্রতীক সেন, গৌতম চক্রবর্তীর মতো অভিনেতাদের।
 

Advertisement
'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 4/9

নিজের চিন্তাভাবনা এবং জীবনের অভিজ্ঞতা থেকেই এই ছবির গল্প লিখেছেন পরিচালক শেখর ঘোষ।

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 5/9

 সম্পূর্ণ ছবি এবং চরিত্রগুলি অনেকটাই নেতিবাচক। দর্শকদের অনন্য বিনোদনমূলক অভিজ্ঞতা দেওয়ার জন্য নতুনত্ব সিনেমাটিক প্রযুক্তির ব্যবহার হয়েছে ছবিতে।

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 6/9

 বাস্তব জীবন থেকে মানুষ ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। কোটি কোটি টাকা প্রতারণা কিংবা শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, এই ধরণের সংবাদও ক্ষণিকের জন্যেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে।
 

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 7/9

এই ধারণা থেকেই মূলত 'সিন্ডিকেট'-এর গল্প বুনেছেন  শেখর।  নিজের প্রথম বাংলা ফিচার ফিল্ম সম্পর্কে পরিচালক জানিয়েছেন, "আমি অনুভব করেছি যে এটি আমাদের 'নিউ নর্মাল' হয়ে উঠেছে। দুঃখজনক হলেও এটাই সত্যি। এই উপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে, ছবিটি একটি আন্তর্জাতিক সংবেদনশীল নতুন ধারার ছবি। এতে শক্তিশালী বাংলার সংযোগ সহ 'নিউ এজ' বাণিজ্যিক থ্রিলার হিসাবে কল্পনা করা হয়েছিল।"

Advertisement
'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 8/9

 শেখর আরও বলেন, "আমাদের এই জার্নি খুব ভালো ছিল। বাংলার সেরা সৃজনশীল এবং প্রযুক্তিগত প্রতিভাশালীরা শুধু যে তাঁদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন তা না, ছবিটিকে একটি আশ্চর্যজনক স্তরে নিয়ে যেতে তাঁদের অবদান  রয়েছে।"
 

'সিন্ডিকেট' ছবির নেপথ্য দৃশ্য
  • 9/9

 সব ঠিক থাকলে সুগার কোটেট ফিল্মস প্রযোজিত 'সিন্ডিকেট' এই বছরই মুক্তি পাবে। 

Advertisement