Advertisement
মনোরঞ্জন

Solanki Roy: বোল্ড লুকে শোলাঙ্কি! খড়িকে দেখে চমকে গেলেন নেটিজেনরা

  • 1/9

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। বর্তমানে 'খড়কুটো ধারাবাহিকে খড়ি চরিত্রে সকলের মন জয় করছেন তিনি। 

  • 2/9

ধারাবাহিকে প্রতিবাদী এবং একেবারে সিম্পল চরিত্র ও লুকে দেখতে পাওয়া যায় শোলাঙ্কিকে। দর্শকেরাও তাঁকে খুবই পছন্দ করছে। যার প্রমাণ মেলে প্রতি সপ্তাহের রেটিং চার্টে। 

  • 3/9

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। আর নেটিজেনরা তাঁকে প্রায়শই দেখতে পান একেবারে ভিন্ন লুকে। 

Advertisement
  • 4/9

সম্প্রতি, খড়িকে দেখা গেল একেবারে বোল্ড লুকে। যা দেখে, প্রশংসায় ভরাচ্ছেন অনুগামীরা। অনেকে লিখেছেন, নায়িকাকে এই লুকে দেখাই তাদের জন্য শ্রেষ্ঠ উপহার দীপাবলির।   
 

  • 5/9

ফটোশ্যুটের ছবি ও ভিডিও শেয়ার করেছেন শোলাঙ্কি। যেখানে তিনি পরেছেন একটি শিমারি টু-পিস ড্রেস। ব্যাকলেস ক্রপ টপে দেখা যাচ্ছে তাঁর পেটের ট্যাটু। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

  • 6/9

কিছুদিন আগেও একটি উষ্ণ ছবি শেয়ার করেছিলেন নায়িকা। যদিও এছবিতে তাঁকে অনেকে ট্রোলও করেন। তবে নিন্দা পাশাপাশি প্রশংসাও মিলেছে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

  • 7/9

ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি 'বাবা বেবি ও'। এই ছবিতে যিশু সেনগুপ্তর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
 

Advertisement
  • 8/9

'খড়কুটো' ছাড়াও এর আগে 'ইচ্ছে নদী', 'প্রথমা কাদম্বিনী', 'ফাগুন বউ' -এর মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন শোলাঙ্কি রায়।

  • 9/9

 সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক 

Advertisement