
বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও এখন তিনি বড় পর্দারও নায়িকা। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন বাংলা টেলিভিশনের মিঠাই। প্রথম সিরিজেই মুখ্য চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন সৌমিতৃষা।

২০২৫ সালটা খুব একটা ভাল কাটেনি সৌমিতৃষার। বারবার অসুস্থ হয়ে পড়ায়, কাজের মধ্যেও সেই প্রভাব পড়েছে। ফলে দীর্ঘদিন কাজের থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

গত বছর খারাপ কাটলেও, ২০২৬-র শুরুটা ভাল হয়েছে নায়িকার। জানুয়ারিতেই স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর ওয়েব সিরিজ 'কালরাত্রি'-র সিজন ২। সোশ্যাল মিডিয়াতেও ফের সক্রিয় তিনি।

সৌমিতৃষা কুণ্ডু যে তৃণমূল- কংগ্রেসের সমর্থক একথা সকলেরই জানা। নির্বাচনী প্রচার থেকে জোড়া ফুল শিবিরের বিভিন্ন দলীয় সমাবেশে তাঁকে দেখা গেছে। ২০২১ -র পুরভোট হোক কিংবা ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে, তৃণমূল- কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গেছে তাঁকে। শুধু তাই নয়, বারবার তাঁর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রীও তাঁকে অত্যন্ত স্নেহ করেন। অভিনেত্রীকে পুজোর আগে শাড়ি উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আগে ভোটের প্রচারে সৌমিতৃষাকে দেখে অনেকে মনে করেছিলেন তৃণমূল- কংগ্রেসের প্রার্থী হবেন তিনি। সেসময় আজতক বাংলাকে সৌমিতৃষা জানিয়েছিলেন, "রাজনীতিতে আলাদা করে যোগ দেওয়ার কিছু নেই। আমি কোনও নেত্রী না, বা এখনও হইনি। পশ্চিমবঙ্গে থাকি এবং এই রাজ্যের নির্বাচন চলছে। সেখানে প্রার্থীদের সমর্থনে নিজেদের মতামত বা পছন্দ অনুসারে যাচ্ছেন সকলে। একটা সাধারণ মানুষের মতই, আমি যে মতামতে বিশ্বাসী সেখানে গিয়েছিলাম।" তাহলে কি পরবর্তী কোনও নির্বাচনে মিঠাইও সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন? এই প্রশ্নে অভিনেত্রী হেসে উত্তর দিলেন, "কাল কেয়া হোগা কেয়া পাতা...পরের ভোটে কী হচ্ছে, তা দেখার জন্য সকলকে পরের ভোট অবধি অপেক্ষা করতে হবে।"

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে সৌমিতৃষাকে বারবার দেখা যাচ্ছে। এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যুতে মিছিলে হেঁটেছেন তিনি একাধিক বার। আবারও প্রশ্ন উঠছে, ২০২৬-র ভোটে কি তিনি প্রার্থী? সরাসরি রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি?

এই প্রশ্নের উওরে সংবাদমাধ্যমকে সম্প্রতি সৌমিতৃষা বলেন, "আমি অবশ্যই রাজনীতিতে আগ্রহী। আপাতত তো বয়সটা কম। এই বিষয়টা এতদূর হতে পারে কিনা, সেটা আমি এখনও ভাবিনি। কোনও কিছু পাওয়ার আশাতেও আমি কখনও কোথাও যাইনি। আমি আমাদের দিদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসি। আমার খুব ভাল লাগে ওঁকে। আমি খুব অনুপ্রাণিত ওঁকে দেখে। আমায় যেখানেই ডাকে, আমি সেখানেই যাই।"

সৌমিতৃষা কুণ্ডু আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী এতদিন যাকে যা দায়িত্ব দিয়েছেন, তা জেনে- বুঝেই দিয়েছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। কী হবে আমি জানি না। তবে কোনও দিন দিদি যদি আমায় এই দায়িত্ব দেন, আমি নিশ্চয় গ্রহণ করব। মুখ্যমন্ত্রী যাকে দায়িত্ব দেবেন, তার মানে সে যোগ্য বুঝেই দেবেন।"

অভিনয় শুধু করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন 'কনে বৌ'-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে 'মিঠাই'-র মাধ্যমেই তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে।

'মিঠাই' শেষ হওয়ার পরই বড় পর্দায় ডেবিউ সৌমিতৃষার। 'প্রধান'-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায়। এরপর '১০-ই জুন' ছবিতে সৌরভ দাসের বিপরীতে কাজ করেন তিনি। যদিও পরে নির্মাতাদের সঙ্গে তাঁর সমস্যা হয় এবং এই ছবিটি মুক্তি পায়নি এখনও। (সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক)