Advertisement
মনোরঞ্জন

Srabanti- Om Movie: স্বামী -স্ত্রী রূপে বড় পর্দায় ওম -শ্রাবন্তী! মে মাসে আসছে ভুতুড়ে ছবি 'ভয় পেও না'

  • 1/11

গত জানুয়ারি মাসে করোনা বিধি মেনে, শুরু হয়েছিল অয়ন দে পরিচালিত 'ভয় পেও না' ছবির শ্যুটিং। এবার সামনে এলো ছবি মুক্তির তারিখ। 
 

  • 2/11

নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিটি হরর- থ্রিলারধর্মী। 'ভয় পেও না'-তে প্রথমবার জুটিতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ওম সাহানিকে। স্বামী- স্ত্রী রূপে ফ্রেম শেয়ার করবেন তাঁরা। 

  • 3/11

ছবির চিত্রনাট্য অনুযায়ী, ডাঃ আকাশের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে অনন্যা। কিন্তু শাশুড়ি মা বহ্নিশিখার সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর না।
 

Advertisement
  • 4/11

আপাতদৃষ্টিতে সব ঠিকঠাক মনে হলেও, অনন্যার জীবনে ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা।  

  • 5/11

প্রথমে বুঝতে না পারলেও, পরে তা বুঝতে পারে অনন্যা। তবে শাশুড়ির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আরও অনেক সমস্যার সম্মুখীন হয় সে।

 

  • 6/11

এদিকে স্বামী আকাশ একথা বিশ্বাস করতে নারাজ। খুব ছোটবেলায় বাবাকে হারানোর পর, আকাশের মা ও বোনের ভরসা সে। 

  • 7/11

একে একে অনন্যার সামনে আসে আরও সত্যি। সব ধারণা, হিসেব নিকেশ একেবারে ওলট- পালট হয়ে যায়।

Advertisement
  • 8/11

এমন কিছু সত্যি তার সামনে আসে, যা জানার পর পুরো ঘটনার মানে বদলে যায়। সব কিছুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।  

  • 9/11

টানটান রহস্য, ভীতি আর উত্তেজনায় ভরা গল্প 'ভয় পেয়ো না' -র। 

  • 10/11

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু। অনুপম রায়, রাজ বর্মণ ও অন্তরা মিত্রর মতো সঙ্গীতশিল্পীদের গান আছে এই ছবিতে।
 

  • 11/11

এর আগে জুটি না বাঁধলেও, 'হুল্লোড়' ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম -শ্রাবন্তী। দু'জনের অফস্ক্রিন রসায়ন, পর্দাতেও ফুটে উঠবে বলে বিশ্বাসী ছবির নির্মাতারা। শুভজিৎ মণ্ডলের প্রযোজনায়, বিগ স্ক্রিন প্রোডাকশনের ব্যানারে আসছে এই ছবি। সব ঠিক থাকলে আগামী ২৭ মে মুক্তি পাবে 'ভয় পেও না'।  


 

Advertisement