scorecardresearch
 
Advertisement
টলিউড

Devi Choudhurany Shrabonti : দেবী চৌধুরানীর শ্যুটিংয়ে দাপিয়ে অভিনয় শ্রাবন্তীর, দেখুন Photos

দেবী চৌধুরানী
  • 1/16

'দেবী চৌধুরানী'-র শ্যুটিং লুক সেটের ঝলক প্রকাশ্যে। সামনে এসেছে বেশ কিছু ছবি। যা দেখে উত্তেজিত সিনেমাপ্রেমীরা। টানটান একটি ছবির অপেক্ষায় দর্শক।

দেবী চৌধুরানী
  • 2/16

ছবিতে অচেনা বেশে ধরা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনিই এই ছবির মুখ্য চরিত্র দেবী চৌধুরানী তথা প্রফুল্লর ভূমিকায় তা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন।

দেবী চৌধুরানী
  • 3/16

তবে বাকিদের নিয়েও উৎসাহ কম নয়। অন্যান্যদের মধ্যে রঙ্গরাজের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। 

Advertisement
দেবী চৌধুরানী
  • 4/16

নিশির ভূমিকায় বিবৃতি চট্টোপাধ্যায় ভাল অভিনয় করছেন বলে সূত্রের খবর। এছাড়াও সাগরের ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক (Darshana Banik)।

দেবী চৌধুরানী
  • 5/16

সমস্ত অভিনেতা অভিনেত্রীর লুক সেটের তত্ত্বাবধান করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) নিজে। সেই ছবিও সামনে এসেছে। 

দেবী চৌধুরানী
  • 6/16

সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) থেকে শুরু করে দর্শনা বণিক , কিঞ্জল নন্দ (Kinjal Nanda)রা চুটিয়ে অভিনয় করেছেন। 

দেবী চৌধুরানী
  • 7/16

সব্যসাচী চক্রবর্তী অভিনয় করছেন জমিদার হরবল্লভ রায়ের ভূমিকায়। যা গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হয়েছে ছবিতে।

Advertisement
দেবী চৌধুরানী
  • 8/16

রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত (Poulomi Gupta) বলে জানা গিয়েছে। 

দেবী চৌধুরানী
  • 9/16

প্রত্যেকের লুককে সেই সময়কার পটভূমিতে নিয়ে ফেলা হয়েছে। যাতে কখনওই বেমানান না লাগে। তাই আরও বেশি খুঁটিনাটি দেখতে হচ্ছে।

দেবী চৌধুরানী
  • 10/16

কিছুদিন আগেই ছবির প্রথম লুক এসে ছিল প্রকাশ্যে। তার মধ্যে শ্রাবন্তীর তিনটি লুক দেখা গিয়েছিল।

দেবী চৌধুরানী
  • 11/16

বধূবেশ থেকে শুরু করে ডাকাত-রানি, তিলে তিলে সেজে উঠছেন ছবির নায়িকা শ্রাবন্তী। 

 

Advertisement
দেবী চৌধুরানী
  • 12/16

জানা গিয়েছে ছবি ভবানী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তাঁর কোনও ছবি এখনও সামনে আসেনি।

দেবী চৌধুরানী
  • 13/16

জানা গিয়েছে ‘দেবী চৌধুরাণী’র প্রথম পর্বের শুটিং শেষ। মার্চ থেকে দ্বিতীয় পর্বের শুটিং।

দেবী চৌধুরানী
  • 14/16

তবে পরিচালক কিন্তু বসে নেই। তিনি এডিটিং শুরু করে দিয়েছেন। সেখান থেকেই ফাঁস হয়েছে ছবির একটি দৃশ্য বলে জানা গিয়েছে।

দেবী চৌধুরানী
  • 15/16

ছবিতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ ক্যামেরাবন্দি হয়েছে। শ্রাবন্তী সন্ন্যাসিনী বেশে।

Advertisement
দেবী চৌধুরানী
  • 16/16

রক্তাম্বর, রুদ্রাক্ষের অলঙ্কার। খোলা চুল, কপালে তিলক। নায়িকা জোড়হাতে প্রণাম জানাচ্ছেন। বাকিটা আপাতত তোলা থাক।

Advertisement