'দেবী চৌধুরানী'-র শ্যুটিং লুক সেটের ঝলক প্রকাশ্যে। সামনে এসেছে বেশ কিছু ছবি। যা দেখে উত্তেজিত সিনেমাপ্রেমীরা। টানটান একটি ছবির অপেক্ষায় দর্শক।
ছবিতে অচেনা বেশে ধরা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনিই এই ছবির মুখ্য চরিত্র দেবী চৌধুরানী তথা প্রফুল্লর ভূমিকায় তা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন।
তবে বাকিদের নিয়েও উৎসাহ কম নয়। অন্যান্যদের মধ্যে রঙ্গরাজের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
নিশির ভূমিকায় বিবৃতি চট্টোপাধ্যায় ভাল অভিনয় করছেন বলে সূত্রের খবর। এছাড়াও সাগরের ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক (Darshana Banik)।
সমস্ত অভিনেতা অভিনেত্রীর লুক সেটের তত্ত্বাবধান করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) নিজে। সেই ছবিও সামনে এসেছে।
সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) থেকে শুরু করে দর্শনা বণিক , কিঞ্জল নন্দ (Kinjal Nanda)রা চুটিয়ে অভিনয় করেছেন।
সব্যসাচী চক্রবর্তী অভিনয় করছেন জমিদার হরবল্লভ রায়ের ভূমিকায়। যা গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হয়েছে ছবিতে।
রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত (Poulomi Gupta) বলে জানা গিয়েছে।
প্রত্যেকের লুককে সেই সময়কার পটভূমিতে নিয়ে ফেলা হয়েছে। যাতে কখনওই বেমানান না লাগে। তাই আরও বেশি খুঁটিনাটি দেখতে হচ্ছে।
জানা গিয়েছে ছবি ভবানী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তাঁর কোনও ছবি এখনও সামনে আসেনি।
তবে পরিচালক কিন্তু বসে নেই। তিনি এডিটিং শুরু করে দিয়েছেন। সেখান থেকেই ফাঁস হয়েছে ছবির একটি দৃশ্য বলে জানা গিয়েছে।
ছবিতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহ ক্যামেরাবন্দি হয়েছে। শ্রাবন্তী সন্ন্যাসিনী বেশে।