সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
তবে, মন ভারাক্রান্ত শ্রীলেখার। ১৮ বছর আগের স্মৃতিচারণ করে আবেগে ভাসলেন তিনি। আসলে ২০০৩ সালে আজকের দিনেই (২০ নভেম্বর) শিলাদিত্য সান্যালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
শনিবার নিজের সোশ্যাল পেজে বিয়ের দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। একটি ছবি তাঁর একার। অপরটি তাঁর বাবার সঙ্গে তোলা। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। এখনও মানসিকভাবে বিপর্যস্ত তিনি।
সেই আভাস মিলল তাঁর এদিনের করা পোস্টেও। ক্যাপশনে তিনি লিখেছেন, "কিছু তারিখ অনন্তকালের জন্য জীবনে একটা দাগ কেটে যায়। যে দাগটি একাধারে মধুর ও বেদনাদায়ক। ২০০৩ সালের ২০ নভেম্বর আমার বিয়ে হয় এবং ২০ নভেম্বর বাবার জন্মদিন... দুটোই অতীত... তবে আমি এর অবশিষ্টাংশ সঙ্গে রেখেছি... শুধুমাত্র আমার পুরনো কিছু স্মৃতির ভাঁজ থেকে একটি পাতা উল্টালাম..."
'তিন সত্যি' নামের একটি টেলিফিল্ম করার সময় সহকারী পরিচালক শিলাদিত্যর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রীলেখা। ২০০৩ সালে সাত পাকে বাঁধা পড়েন জুটি।
বিয়ের ঠিক ২ বছরের মাথায় শিলাদিত্য- শ্রীলেখার মেয়ে ঐশীর জন্ম হয়। ২০১৩ সালে অবসান ঘটে তাঁদের এক দশকের দাম্পত্য জীবনের। এরপর থেকে মেয়ের সঙ্গে আলাদাই থাকেন অভিনেত্রী।
সম্প্রতি ট্রেন্ডিং গান 'মানিকে মাগে হিতে'-র তালে কোমর দুলিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন শ্রীলেখা মিত্র। মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পরে সেই ভিডিও।
বরাবর স্পষ্টভাষী বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখাকে শিকার হতে হয় নানা ট্রোলিংয়ের। তবুও নিজেকে সামলে রেখেছেন পজিটিভ থেকে। ভেঙে পড়লেও, উঠে দাঁড়িয়েছেন। নেটমাধ্যমে সে অনুভূতিও শেয়ার করেছেন তিনি বিভিন্ন সময়।
তবে শুধু ট্রোলড হন বললে ভুল হবে। কারণ নিত্যদিনেই বেড়ে চলেছে তাঁর ফ্যানদের সংখ্যা। আর সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেই।