scorecardresearch
 
Advertisement
টলিউড

সিকিমের জিরো পয়েন্টে এই প্রথম! ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র শ্যুটিং শেষ সৃজিতের

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 1/14

গত সপ্তাহে সিকিমে রওনা দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী, তাঁর স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং তাঁদের মেয়ে ছোট্ট আয়রা। 
 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 2/14

তবে পোস্টে প্রথমে 'ফ্যমিলি ভ্যাকেশন' লিখলেও তিনি একটি সঙ্গে শ্যুটিং সারতেও গিয়েছিলেন। একথা আজতক বাংলা আগেই জানিয়েছিল পাঠকদের। 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 3/14

বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্যাংটকের উদ্দেশ্য রওনা দেওয়ার সময় একটি ছবি শেয়ার করেছিলেন সৃজিত। সেখানে তাঁর সঙ্গে মিথিলা, আয়রা ছাড়াও রয়েছেন আরও চারজন। রয়েছেন ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। ইন্ডাস্ট্রির নামী ভিজুয়াল এফেক্টস কোম্পানির ডিরেক্টর, সহপরিচালক, এসভিএফ-র প্রতিনিধিও। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন 'গ্যাংটকে হট্টগোল!' ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল শ্যুটেই গিয়েছেন পরিচালক।


 

Advertisement
 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 4/14

তবে এবার নিজের জানালেন আসল কথা। 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' (Rabindranath Ekhane Kokhono Khete Asenni/ REKKA)- শ্যুটিং সারতেই ওখানে গিয়েছেন সৃজিত।

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 5/14

কলা কুশলীদের সঙ্গে সেই ছবি শেয়ার করে সৃজিত লিহেছেন, "সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০০ ফুট ওপরে সিকিমের জিরো পয়েন্টে সর্বপ্রথম শুটিং হল। এখানে হাড় কাঁপানো ঠাণ্ডা এবং খুব অল্প অক্সিজেনের মাত্রা। এর মধ্যেও অসাধ্য কাজটি করে ফেলার জন্যে সকল অভিনেতা এবং কলাকুশলীদের সাধুবাদ এবং হ্যাঁ, #REKKA-র শ্যুটিং শেষ হয়েছে।"


 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 6/14

 মিথিলা সিকিমে তাঁদের পরিবারের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে আগে লিখেছিলেন 'ফ্যামিলি ভ্যাকেশন'। পরিচালক স্বামী যখন কাজে ব্যস্ত, মেয়েকে নিয়েই লাচুং উপভোগ করছেন অভিনেত্রী।

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 7/14

 চলছে মা-মেয়ের বিশেষ ফটো সেশনও। স্লো- মোশন ভিডিও বানানোও বাদ দেননি কেউই। আয়রার এটা প্রথম বরফ দেখা। 

 


 

Advertisement
 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 8/14

 মিথিলার ইন্সটাগ্রামে রয়েছে স্বামী-স্ত্রীর বিশেষ ছবিও। কখনও পেছনে দেখা যাচ্ছে নদী পাহাড়। তো কখনও সাদা তুষারাচ্ছন্ন পাহাড়ের ছবিও।

 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 9/14

পরিবার ও কাজ দুটোতেই খুব সুন্দর করে সামঞ্জস্য রাখতে পারেন সৃজিত। তাই কাজের ফাঁকে কর্তা- গিন্নি দু'জনে কাটাচ্ছেন 'স্পেশাল টাইম'।

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 10/14

এখন সিকিমের আবহাওয়া খুবই মনোরম। আর তা ফুটে উঠেছে মিথিলার স্টোরিতেও। 
 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 11/14

সৃজিত মুখার্জির নতুন ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'-বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের (Mohammad Nazim Uddin)লেখা।  হইচই-র OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই সিরিজটি। 

Advertisement
 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 12/14

থ্রিলারধর্মী এই উপন্যাসকে ভিত্তি করে তৈরি সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, রাহুল বোস, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। প্রাথমিকভাবে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু পরে অতিমারী পরিস্থিতির জন্যে শ্যুটিং করা সম্ভব হয়নি। তাই এপার বাংলার শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছেন সৃজিত।
 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 13/14

  'আতর আলি'চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং 'তপন শিকদার' চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ হলেও করোনাকে মাথায় রেখে গোটা শুটিং লোকেশন হবে পশ্চিমবঙ্গে।
 

 ফ্যামিলি ভ্যাকেশনের সঙ্গে REKKA-র কাজ শেষ সৃজিতের
  • 14/14

 সৃজিতের ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'-র  প্রশংসায় পঞ্চমুখ সকলে। তার পাশাপাশি সম্প্রতি সৃজিত মুখার্জী আরও একটি বিশেষ খবর শেয়ার করেছেন। তাঁর ছবি 'জাতিস্মর'-র হিন্দি ভার্সন নিয়ে কাজ করতে চলেছেন খুব শীঘ্রই। সেই জন্যে ইতিমধ্যে কথা হয়ে গেছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের সঙ্গে। এই প্রোজেক্টে কাজ করবেন গুলজার সাহাবও। তবে 'হ্যা ইয়ে ও আতিশ গালিব' ছবিটিতে অ্যান্টনী ফিরিঙ্গীর জায়গায় ছবির গল্প হবে মির্জা গালিবকে নিয়ে।

 


(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement