Advertisement
মনোরঞ্জন

Tollywood Celeb Durga Puja: ঢাক বাজানো থেকে ভোগ খাওয়া! দুই সন্তানকে নিয়ে সপ্তমী হিট রাজ, শুভশ্রীর

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 1/9

বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজোয় গা ভাসিয়েছে আট থেকে আশি। সাধারণ মানুষ থেকে তারকা, সকলে মেতে উঠেছে উৎসবের আনন্দে। পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান -বাজনা, প্রচুর সাজগোজ এবং ঢাকের আওয়াজ। বাদ যান না তারকারাও। 
 

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 2/9

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেদের উৎসবের দিনগুলির নানা মুহূর্ত শেয়ার করেন। পুজোর শুরু থেকেই রাজশ্রীর সোশ্যাল পেজ ভরেছে ছবি- ভিডিও- রিলসে। 

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 3/9

সপ্তমীর কিছু ছবি শেয়ার করেছেন রাজ -শুভশ্রী। দুই ছেলে-মেয়েকে নিয়ে দেবীর দুর্গার সামনে পোজ দিয়ে সেই মুহূর্ত লেন্সবন্দি করেছেন। 

Advertisement
Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 4/9

সপ্তমীর সকালে শুভশ্রীকে দেখা গেল হলুদ রঙা শাড়িতে। রাজের পরনে সাদা রঙা পাঞ্জাবি ও  অফ হোয়াইট ধুতি। 

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 5/9

এদিকে ইউভান পরেছে সাদা ধুতি পাঞ্জাবি এবং একরত্তি ইয়ালিনি পরেছে হলুদ রঙের ফ্রক।  

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 6/9

শাড়ির সঙ্গে সিঁথি ভর্তি সিঁদুর ও সোনার গয়নায় সেজেছেন টলিউড নায়িকা। চোখে রয়েছে সানগ্লাস। ঢাক বাজিয়ে চুটিয়ে পুজোর আবহে গা ভাসাতে দেখা গেল তাঁকে।  

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 7/9

 পুজোয় তারকারাও ডায়েট ভুলে যান। জমিয়ে মন পসন্দ খাওয়াদাওয়া চলে তাঁদেরও। পরিবার- পরিজনের সঙ্গে শুভশ্রীও খিচুড়ি, পায়েস এবং তরকারি খেলেন এদিন।

Advertisement
Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 8/9

২০১৮ সালের মে মাসে সাত পাকে বাঁধা পড়েন রাজ ও শুভশ্রী। তাঁরা একে অপরকে যে চোখে হারান একথা এখন বোধ হয় আর কারও অজানা না। বিয়ের বয়স সাড়ে সাত বছর হলেও এখনও প্রেমে যেন ডগমগ। 'মাম্মা লাভ' চার দেওয়ালের বাইরে সামাজিক মাধ্যমেও নজর কাড়ছে নেটিজেনদের। আদুরে পোস্ট করে প্রায়ই একের অপরের প্রতি প্রেম উজার করেন তারকা জুটি। 
 

 

Subhashree ganguly Raj chakraborty durga puja
  • 9/9

২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। ২০২৩-র ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। এবার তাঁদের পরিবারে আসে কন্যা সন্তান- ইয়ালিনি। 

Advertisement