Advertisement
মনোরঞ্জন

Tollywood Celebs Party: হাউজ পার্টিতে যিশু-শুভশ্রীরা! সঙ্গে দুই পরিচালক

  • 1/7

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যবহার। তা সে পাবে হোক কিংবা হাউজ পার্টি। তবে অতিমারীর জন্য সেই সমস্ত আনন্দেও ভাঁটা পড়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। ফের শুরু হয়েছে পার্টি। 
 

  • 2/7

বৃহস্পতিবার এরকমই এক হাউজ পার্টিতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। পার্টির হোস্ট ছিলেন পরিচালক অরিন্দম শীল ও তাঁর স্ত্রী শুক্লা শীল। আর কে নেই সেই পার্টিতে? 
 

  • 3/7

হাজির ছিলেন অনেকগুলি টলি জুটি। যেমন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, বিক্রম ঘোষ, জয়া শীল, অরিজিৎ দত্ত, মহুয়া চট্টপাধ্যায়, যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত সহ অন্যান্যরা। যদিও স্ত্রী মহুয়া উপস্থিত থাকলেও ছবিতে দেখা যায়নি শাশ্বতকে। 
 

Advertisement
  • 4/7

ছবিগুলি শুভশ্রী তাঁর ইন্সটা প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, "খুব ভাল এক সন্ধ্যে কাটালাম অরিন্দম দা। এরকম সুস্বাদু খাবারের জন্য অনেক ধন্যবাদ শুক্লা দি। আমাদের প্রায়ই এরকম একত্রিত হওয়া উচিত।"  যদিও এই পার্টির সঙ্গে আগামী কোনও কাজের আলোচনা আছে কিনা, তা নিয়ে কেউই মুখ খোলেননি। 

  • 5/7

এই মুহূর্তে পরবর্তী ছবি 'মহানন্দা' -র শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন অরিন্দম শীল। গত এপ্রিল মাসে উত্তর কলকাতার এক বাড়িতে শ্যুটিং শুরু হলেও করোনা পরিস্থিতির জন্য কাজ স্থগিত হয়। সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবনাদর্শকে তুলে ধরা হবে 'মহানন্দা' ছবিতে। অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী, দেবশঙ্কর হালদার, ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়রা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। 
 

  • 6/7

অন্যদিকে রাজ- শুভশ্রীও ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। নায়িকার চলছে 'ডান্স বাংলা ডান্স' -র কাজ। আর রাজ ব্যস্ত বিধায়কের কাজ নিয়ে।সেই সঙ্গে 'ফেলনা'- শ্যুট। 

  • 7/7

এদিন সকালেই রাজের করা একটি পোস্ট ভাইরাল হয়। শুভশ্রীর একটি ছবি শেয়ার করে তিনি তাঁর ভালোবাসার কথা জানান দেন। উত্তরে শুভশ্রীও তাঁকে 'আই লাভ ইউ' বলেন। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

Advertisement