Advertisement
মনোরঞ্জন

Raj-Subhashree-Yuvaan: ঢাক বাজিয়ে খুশিতে একেবারে ডগমগ ইউভান! দেখুন রাজ-শুভশ্রীর পুজোর PHOTOS

  • 1/9

দুর্গা পুজো শেষ। সকলে বিষাদ মুখেই দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকল বাঙালিরাই পুজোর আবহে গা ভাসিয়েছিলেন। 

  • 2/9

তবে এই পুজোয় সবচেয়ে নজর কেড়েছে রাজ চক্রবর্তী -শুভশ্রী গাঙ্গুলী পুত্র ইউভান। এমনিতেই নেটাগরিকদের চোখের মণি এই স্টার কিড। এই পুজোতে একেবারে খোশ মেজাজে একরত্তি। 
 

  • 3/9

কখনও বাবা -মায়ের সঙ্গে সে পোজ দিচ্ছে, তো কখনও তাঁকে দেখা যাচ্ছে 'ঢাকের তালে' গানের সঙ্গে তাল মেলাতে। টিভিতে দেব -শুভশ্রীর এই নাচ থেকে পলক সরাতেই পাচ্ছে না সে। 

 

 

 

Advertisement
  • 4/9

শুধু তাই নয়। রীতিমতো ঢাক, ঘণ্টা বাজাতে দেখা গেল হ্যান্ডসাম বয় ইউভানকে। লেন্সবন্দী হয়েও নেই কোনও বিরক্তি ভাব। দিব্যি খোশ মেজাজে রয়েছে সে। পরনে রয়েছে পঞ্জাবীর সঙ্গে পাজামা বা ধুতি। 

 

  • 5/9

রাজ -শুভশ্রীও গোটা পুজোয় প্রায় রোজই সেজেছিলেন একেবারে ট্রাডিশনাল লুকে। কখনও কনট্রাস্ট তো কখনও ম্যাচিং পোষাকে স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন 'রাজশ্রী'। 

  • 6/9

রাজ ও শুভশ্রী যে একে অপরকে চোখে হারান একথা এখন বোধ হয় আর কারও অজানা না।  বিয়ের বয়স সাড়ে তিন বছর হলেও এখনও প্রেমে যেন ডগমগ। 'মাম্মা লাভ' চার দেওয়ালের বাইরে সামাজিক মাধ্যমেও নজর কাড়ছে নেটিজেনদের।
 

  • 7/9

দিদি দেবশ্রী গাঙ্গুলী ও বোনঝির সঙ্গে মহাষ্টমীতে ছবি শেয়ার করেছিলেন রাজ ঘরণী। 'হ্যাপি ফ্যামিলি' ছবিতে সকলেই একেবারে ট্রাডিশনাল লুকে। 

 

Advertisement
  • 8/9

পুজোর আগেই মালদ্বীপ ভ্যাকেশনে গিয়েছেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী। একেবারে 'কুল' মুডে 'রাজশ্রী' তাড়িয়ে উপভোগ করছেন ভ্যাকশন। 

  • 9/9

ছবি সৌজন্য:  ইন্সটাগ্রাম 

Advertisement