Advertisement
মনোরঞ্জন

Subhashree Ganguly: পুরো দস্তুর কাজে ফিরেই শরীরচর্চায় ব্যস্ত শুভশ্রী! সোশ্যালে পোস্ট করতেই Viral Photo

  • 1/9

গত ১২ সেপ্টেম্বর মাসে টলিউড ক্যুইন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) কোলে এসেছে ছোট্ট ইউভান (Yuvaan)। সেই সঙ্গে চলছে করোনা আবহ। নিজেও আক্রান্ত হয়েছিলেন কোভিডে। দীর্ঘ দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। 
 

  • 2/9

'ডান্স বাংলা ডান্স'-র মাধ্যমে কাজে ফিরেছেন শুভশ্রী। নাচের এই রিয়্যালিটি শোতে বিচারক আসনে বসেছেন তিনি। শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই শোয়ের জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে রয়েছে। 

  • 3/9

মাতৃত্বকালীন পরিস্থিতি, করোনায় আক্রান্ত হওয়া ও সেই সঙ্গে দীর্ঘদিন গৃহবন্দী দশা থাকার দরুন শরীরচর্চা বিশেষ ভাবে করা হয়নি। চেহারাতে সেই প্রমাণ মিলেছে। যদিও তাতেও গ্ল্যামার এক ফোটাও কমেনি শুভশ্রীর।
 

Advertisement
  • 4/9

কাজে ফেরার পর এবার পুরো দস্তুর শরীরচর্চা করছেন শুভশ্রী। আর সোশ্যাল মিডিয়ায় মিলেছে তাঁর ঝলক। যোগ ব্যায়াম করার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছে, "এটি কোনও কিছুতে ভাল হওয়ার জন্য নয়। এটি নিজেকে ভাল থাকার জন্য..."

 

  • 5/9

এছাড়াও ইন্সটা স্ট্রোরিতে কখনও শরীরচর্চা পরবর্তী ছবি, তো কখনও চিয়া সিড খেয়ে ডিটক্সিকেশন করার ছবিও শেয়ার করেছেন। 

  • 6/9

শুভশ্রী অভিনীত মুক্তি প্রাপ্ত শেষ ছবি 'পরিণীতা'-এ মেহুল চরিত্রে তাঁকে দর্শকরা যথেষ্ট পছন্দ করেছেন। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে এছাড়াও ছিলেন ঋত্বিক চক্রবর্তী।

  • 7/9

পরিণীতা'-র সাফল্যের পর 'ধর্মযুদ্ধ' মুক্তি পাওয়ার কথা ছিল। তবে লকডাউনের জন্যে ছবি মুক্তি পিছিয়ে যায়। এখনও পর্যন্ত জানা যায়নি 'ধর্মযুদ্ধ' মুক্তি পাওয়ার সঠিক তারিখ।

Advertisement
  • 8/9

অন্যদিকে মা হওয়ার পর শুভশ্রীর প্রথম ছবি 'হাবজি গাবজি'-র পোস্টার ইতিমধ্যে সকলের সামনে এসেছে। গত বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। তবে অতিমারীর জন্যেই পিছিয়ে যায় এই ছবি মুক্তির তারিখও। অনলাইন গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। দর্শকরা অপেক্ষা করে আছেন 'রাজ-শুভশ্রী' জুটির দুই মাস্টার স্ট্রোক ছবির।  

  • 9/9

অন্যদিকে বর্তমানে ছবির কাজের পাশাপাশি, নতুন বিধায়ক রাজ ব্যস্ত অন্যান্য কাজ নিয়ে। সেই সঙ্গে চলছে ধারাবাহিক 'ফেলনা'-র শ্যুটিংয়ের কাজও। দুজনের 'স্পেশাল টাইম' এখন খুব কমই পান। যার জেরে একে অপরকে মিস করার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বহুবার। আর সেই জন্যেই একটু সময় পেলেই 'রাজশ্রী'-র বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনরা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম ও ফেসবুক) 
 

Advertisement