২০০২ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত 'সাথী' ছবিটি বাংলা ইন্ডাস্ট্রির ধারাকে একেবারে পাল্টে দিয়েছিল। বক্স অফিসে বিপুল সাফল্যের মুখ দেখেছিল এই ছবি।
'সাথী' -র সাফল্যের পর 'যুদ্ধ','হ্যালো মেমসাহেব', 'সঙ্গী' ছবিতেও প্রিয়াঙ্কা বাঙালি দর্শকদের মন জিতেছিলেন।
বাংলা ছাড়াও কর্ণাটক, তামিল ছবির জন্যেও প্রিয়াঙ্কা জনপ্রিয় মুখ। ভারতের পাশাপাশি বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন তিনি।
২০১১ সালে 'হ্যালো মেমসাহেব' ছবিটি ছিল তাঁর শেষ অভিনীত বাংলা ছবি। এবার এক দশক পরে ফের বাংলা ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
সত্যজিৎ রায়ের গল্প 'মাস্টার অংশুমান' থেকে তৈরি হচ্ছে এই ছবি। যেটির মাধ্যেমে কিংবদন্তি শিল্পীর জন্ম শতবার্ষিকীতে তাঁকে সম্মান জানানো হবে।
ছবিতে মাধবী সেন নামের এক অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কিছুদিন আগেই লুক টেস্টের জন্যে কলকাতায় এসেছিলেন তিনি।