scorecardresearch
 
Advertisement
টলিউড

Tathagata-Debleena: দাম্পত্যে ফাটল দেবলীনা- তথাগতর! নেপথ্যে তৃতীয় ব্যক্তি, এই অভিনেত্রী

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 1/12

টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, আরও এক তারকা জুটির আলাদা থাকার কথা। এবার সম্পর্কে ফাটল অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের। 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 2/12

বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, তথাগত -দেবলীনার সম্পর্কে তিক্ততার কথা। তবে বর্তমানে তাঁরা আলাদা থাকছেন বলেই খবর। 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 3/12

কেন এই দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন? জানা যাচ্ছে, এর পিছনে রয়েছে তৃতীয় ব্যক্তি। এখন 'পতি, পত্নী অউর ওহ' -র 'ওহ' হলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। 

Advertisement
Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 4/12

এমনকী শোনা যাচ্ছে, বর্তমানে 'লিভ ইন' সম্পর্কে রয়েছেন তথাগত -বিবৃতি। সাজিয়েছেন নিজেদের সহবাসের নতুন সংসার। 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 5/12

যদিও এবিষয় এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনজনের কেউই। দেবলীনা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করি।" 
 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 6/12

অন্যদিকে তথাগতর কথায়, "এখনই এ বিষয় কিছু বলতে চাই না। আমি আমার মতো জীবন কাটাচ্ছি।" 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 7/12

স্বামী- স্ত্রী দু'জনেই জানাচ্ছেন, তাঁরা নিজেদের বাবা-মা এবং সারমেয় নিয়ে ব্যস্ত এখন। তাই এসব নিয়ে ভাবছেন না। 
 

Advertisement
Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 8/12

আবার অন্য আরেকটি সংবাদমাধ্যমকে তথাগত জানান, "সম্পর্ক খুবই জটিল। কন্যাকুমারী, দেবলীনা, কারও সঙ্গেই সম্পর্ক কাজ করেনি।" 
 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 9/12

তথাগতর পরিচালনায় মুক্তি পায় 'ভটভটি' ছবিটি। সেই ছবিতে দেবলীনা ছাড়াও অভিনয় করেছিলেন বিবৃতি চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে তারপর থেকে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। 
 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 10/12

২০১৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দেবলীনা -তথাগত। বিয়ের আগেও কাজের সূত্রেই দীর্ঘদিন ছিল তাঁদের বন্ধুত্ব। 

Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 11/12

দেবলীনার আগে অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তথাগতর। কিন্তু সে সম্পর্কও টেকেনি। 

Advertisement
Tathagata Mukherjee and Debleena Dutt Mukherjee separation- তথাগত দেবলীনা
 • 12/12

নুসরত-নিখিল, অনুপম- পিয়ার, সৌরভ -অনিন্দিতার বিচ্ছেদ এখনও চর্চিত টলিপাড়ার অন্দরে। তবে এই জুটির সম্পর্কের একেবারে অন্ত হবে নাকি পরিস্থিতি বদলাবে, তা বলবে সময়। ( সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক )  

Advertisement