Advertisement
মনোরঞ্জন

বাঘের খাঁচায় বন্দি যশ-নুসরত, দেখুন Viral Photos

  • 1/9

'পায়ে পড়ি বাঘ মামা...' অজান্তে গুপী-বাঘা বাঘের ঘরে ঢুকে এই গান গেয়ে কোনওক্রমে উদ্ধার পেয়েছিলেন। কিন্তু টলিউড অভিনেতা যশ (Yash) এবং নুসরত (Nusrat Jahan) জেনে শুনেই বাঘের খাঁচায় ঢুকলেন। আর শুধু ঢুকলেনই না, ছবিও তুললেন তাদের সঙ্গে।

  • 2/9

সম্প্রতি যশের সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছেন নুসরত জাহান। রোম্যান্টিক হলিডে কাটাচ্ছেন দুজনে। তার মাঝে মাঝেই ফ্যানদের জন্য একের পর এক সুন্দর লোকেশনের ছবি পোস্ট করে চলেছেন দুজনে।

  • 3/9

মঙ্গলবার নতুন ছবি করেন নুসরত। সেখানে যশ এবং তাঁকে বাঘের খাঁচায় দেখা যাচ্ছে। সামনে বসে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। দুজনে হাসিমুখে পোজ দিচ্ছেন বাঘের সঙ্গে।

Advertisement
  • 4/9

শুধু বাঘ নয়, তালিকায় রয়েছে চিতাও। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির পশুকে আধর করে পিঠেও হাত বুলিয়ে দেন যশ।

  • 5/9

একই ভাবে নুসরতও চিতার সঙ্গে হাসিখুশি পোজে ছবি তোলেন। থাইল্যান্ডে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানবেন পশুদের সঙ্গে মানুষের সান্নিধ্য খুবই স্বাভাবিক সেখানে। প্রায় সকলেই এ সব হিংস্র পশুদের সঙ্গে ছবি তোলেন। ব্যতিক্রম নন নুসরত আর যশ।

  • 6/9

বাঘেদের সঙ্গে হাতিও রয়েছে তালিকায়। থাইল্যান্ডে হাতিকে খুব শ্রদ্ধার চোখে দেখা হয়। সেখানে হাওদায় বসে ছবি তোলেন নুসরত। মাহুতের ভূমিকায় যশ নিজে।

  • 7/9

এই প্রথম নয়, এর আগেও থাইল্যান্ডে ছুটি কাটানোর ছবি ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নুসরত।

Advertisement
  • 8/9

গত কাল সোমবার সমুদ্র সৈকতে নীল বসনা হয়ে ছবি পোস্ট করেন নুসরত। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল।

  • 9/9

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Advertisement