scorecardresearch
 
টলিউড

বিচ্ছেদের জল্পনা ! এবার সিঁদুর নিয়ে শ্রাবন্তীকে খোঁটা রোশনের

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 1/12

খবরের শীর্ষে থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বামী রোশন সিংহর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে এখনও চর্চা রয়েছে নেট পাড়ায়।  (ছবি সৌজন্য: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 2/12

 হঠাৎ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একসাথে সব ছবি ডিলিট করে দিয়েছিলেন দুজনেই। এমনকি একে অপরকে আনফলো করেছিলেন স্বামী- স্ত্রী দু'জনেই। তারপর থেকেই এই জল্পনার সূত্রপাত।  (ছবি সৌজন্য: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 3/12

এবার শ্রাবন্তীকে সরাসরি বিঁধলেন রোশন। বিগত কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলছিল পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে  ঠান্ডা লড়াই।  (ছবি সৌজন্য: ফেসবুক)

পরিবারের সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 4/12

 সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাবা-মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলাম শ্রাবন্তী। যেখানে অভিনেত্রীর মাথায় জ্বলজ্বল করছে তাঁর সিঁথির সিঁদুর। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

রোশন সিংহ
 • 5/12

এই ছবি দেখেই সম্ভবত রোশান তাঁর নিজের ইনস্টাতে আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি শেয়ার করেছেন। যা দেখে মনে হচ্ছে সেটি  শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই লেখা। (ছবি সৌজন্য: ফেসবুক)

রোশন সিংহের করা পোস্ট
 • 6/12

 রোশনের করা সেই পোস্টের উক্তিতে লেখা, " সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাস এর মধ্যে দাঁড়িয়ে থাকে। সেটির গুরুত্ব বোঝাতে সিঁদুর খুব দুর্বল একটা চিহ্ন"। এই উক্তির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, "আমি পুরোপুরি সহমত। স্বামী কিংবা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তাঁর নামে জোর করে সিঁদুর পরেন। এধরনের নারীকে আমি ভীষণভাবে ঘৃণা করি"। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম )

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 7/12

২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। (ছবি: সংগৃহীত )

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 8/12

প্রায়ই দুজনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন বিভিন্ন মুহূর্তের ছবি। তার মধ্যে থাকতো  তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তেও ছবিও।  (ছবি: সংগৃহীত )

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 9/12

এর আগে ২০১৬ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, সেই বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন শ্রাবন্তী। এক বছরের মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এরপর ২০১৯ সালের রোশনের সঙ্গে বিয়ে করেছিলেন নায়িকা। (ছবি সৌজন্য: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহ
 • 10/12

বলা চলে এর আগে দুবার বিয়ে ভাঙলেও এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এতটা জল্পনায় জড়িয়েছেন শ্রাবন্তী। তবে প্রাক্তন দুই স্বামী এবিষয়ে মুখ না খুললেও, রোশন কিন্তু ছেড়ে কথা বলছেন না তাঁকে। (ছবি সৌজন্য: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 11/12

 তৃতীয় বার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও বিগত কিছুদিনে তাঁর শেয়ার করা ছবিগুলিতে দেখা গিয়েছে সিঁথিতে দেখা গেছে চওড়া সিঁদুর। সেটা দুর্গাপুজো হোক কিংবা করবা চৌথ। (ছবি সৌজন্য: ফেসবুক)

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
 • 12/12

 তাহলে কি সিঁথির সিঁদুর পরা এত ছবি অশান্তির আঁচ চাপা দিতে? তা বলবে সময়ই। (ছবি সৌজন্য: ফেসবুক)