scorecardresearch
 
টলিউড

বিয়ের প্রথম বার্ষিকী! সুন্দরবনে নিরিবিলিতেই চলছে সেলিব্রেশন

সৃজিত ও মিথিলা
 • 1/15

আজ থেকে ঠিক ১ বছর আগে এপার ও ওপার বাংলা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। ২০১৯ সালের ৬ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 2/15

সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই নিকট বন্ধুবান্ধবদের নিয়ে দুজনে সেরেছিলেন আইনি বিয়ে। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 3/15

বিয়েতে সৃজিত পরেছিলেন কালো পাঞ্জাবির সঙ্গে নেহেরু জ্যাকেট, অন্যদিকে মিথিলা পরেছিলেন লাল জামদানি শাড়ি। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 4/15

এরপরই নবদম্পতি দিয়েছিলেন গ্র্যান্ড রিসেপশন পার্টি। এদিনের অনুষ্ঠানে কার্যত বসেছিল চাঁদের হাট। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 5/15

চলচিত্র জগৎ ছাড়াও আরও উপস্থিত ছিলেন অন্যান্য জগতের শিল্পীরা। হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 6/15

লাল সিল্কের শাড়ির সঙ্গে মূলত কস্টিউম জুয়েলারিতেই সেজেছিলেন মিথিলা। অন্যদিকে সৃজিত পরেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ডিজাইন করা এমব্রয়ডারী কুর্তা এবং লাল  ধুতি। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 7/15

বিশেষ উদযাপনে মেয়েকে সঙ্গে নিয়েই দুজনে কেটেছিলেন ডবল ডেকার কেক। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 8/15

 বিয়ের পর মধুচন্দ্রিমায় গ্রিসে পৌঁছেছিলেন সৃজিত- মিথিলা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশেষ মুহূর্তের বিভিন্ন ছবি। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 9/15

বিয়ের এক বছর উদযাপনের সুন্দরবনে পৌঁছেছেন এই তারকা দম্পতি। সঙ্গে রয়েছে মেয়ে আয়রা। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 10/15

বেশ কিছু ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন, "এক বছর হয়ে গেল! এবং এই অ্যাডভেঞ্চার চলতে থাকবে... চিয়ার্স পার্টনার!" (ছবি সৌজন্য: ফেসবুক)

 

সৃজিত ও মিথিলা
 • 11/15

লকডাউনের সময়ে দীর্ঘদিন বাংলাদেশে থাকতে হয়েছিল মিথিলাকে। ভিডিও কলেই চলত কথাবার্তা। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 12/15

বহু ব্যস্ততার মধ্যেও পরিবারকে যথেষ্ট সময় দেন সৃজিত। কাটান তাঁদের সঙ্গে কোয়ালিটি টাইম। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 13/15

বলা চলে গুছিয়ে সংসার করছেন সৃজিত- মিথিলা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ধরা পড়ে তাঁদের বিশেষ মুহূর্তের ছবি। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 14/15

 কিছুদিন আগেই পরিবারকে নিয়ে পৌঁছেছিলেন আলিপুর চিড়িয়াখানায়। করেছিলেন নস্টালজিক পোস্ট। (ছবি সৌজন্য: ফেসবুক)

সৃজিত ও মিথিলা
 • 15/15

 সামনে আছে সৃজিতের অনেকগুলো কাজ। বড়দিনে একদিকে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। অন্যদিকে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ফেলুদা ফেরত'। (ছবি সৌজন্য: ফেসবুক)