Advertisement
মনোরঞ্জন

Tollywood House Party: মাটন হাতে প্রসেনজিৎ, লুচি ভাজছেন শিবপ্রসাদ! জমজমাট রাজ- শুভর বিজয়া আড্ডা

  • 1/9

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। মাঝে অতিমারীর জন্য সেই সমস্ত আনন্দেও ভাঁটা পড়েছিল দীর্ঘদিন। 

  • 2/9

পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে পার্টি। সম্প্রতি এরকমই এক হাউজ পার্টিতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। বিজয়ার এই আড্ডা বসেছিল টলি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।

  • 3/9

এক কথায় বলা যায় ইন্ডাস্ট্রি একত্রিত হয়েছিলেন এদিন। হাজির ছিলেন একাধিক পরিচালক- প্রযোজক- অভিনেতারা। এমনকি এক সময় যাদের মধ্যে কিছুটা মন কষাকষি ছিল, তাঁরাও একসঙ্গে ফ্রেমবন্দী হলেন বিজয়া পার্টিতে। 
 

Advertisement
  • 4/9

রাজ- শুভ ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা, ইন্দ্রনীল রায়, রায়া ভট্টাচার্য, লহমা ভট্টাচার্য সহ আরও অন্যান্য তারকারা এদিন মেতে উঠলেন জমজমাট আড্ডায়।


 

  • 5/9

যে কোনও আড্ডা মানেই খাওয়া- দাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রেও মেনুতে ছিল রকমারি পদ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেল মাটন হাতে পোজ দিতে।

 

  • 6/9

অন্যদিকে শিবপ্রসাদ সোজা ঢুকে পড়েছেন হেঁসেলে। লুচি ভাজার সময় লেন্সবন্দী হয়েছেন পর্দার 'লাল্টু'। ছবিগুলি ভেসে আসছে নেটমাধ্যমে। প্রায় সকলেই দিতে চাইছেন একই বার্তা, " ইন্ডাস্ট্রির আমরা একত্রিত আছি"। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indranil Roy (@indraroy29)

  • 7/9

যদিও কিছুদিন আগে আরও একটি বিজয়া আড্ডার আয়োজন করেছিলেন 'রাজশ্রী'। কে কে ছিলেন সেখানে? রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অদিতি মুন্সী ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী ও তাঁর স্ত্রী তনয়া চক্রবর্তী, অরিন্দম শীল ও তাঁর স্ত্রী শুক্লা দাস, বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী রচনা শর্মা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সহ অন্যান্যরা। নাম শুনেই বোঝা যাচ্ছে শুধু তারকা না, এই আড্ডা বসেছিল তৃণমূল- কংগ্রেসের সমর্থক তারকাদের মধ্যে।    

Advertisement
  • 8/9

তবে এই প্রথম নয়, প্রায়ই তারকা দম্পতির বাড়িতে বসে জমাট আড্ডার আসর। হোস্ট ও গেস্ট দু'তরফের সোশ্যাল পেজেই দেখা যায় যার বিভিন্ন ঝলক। 
 

  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম 
 

Advertisement