scorecardresearch
 
Advertisement
টলিউড

Tollywood In memoriam 2020: 'বিষে' বিদায়! প্রয়াত টলি তারকাদের স্মৃতিচারণ

সৌমিত্র চট্টোপাধ্যায়
  • 1/7

সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রায় দীর্ঘ ৪০ দিন ধরে হাসপাতালে কঠিন লড়াইয়ের পর গত ১৫ নভেম্বর জীবনযুদ্ধে হার মানেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । বাংলার চলচ্চিত্র থেকে সংস্কৃতিক জগৎ হারিয়েছে তাদের বটবৃক্ষকে।

মনু মুখোপাধ্যায়
  • 2/7

মনু মুখোপাধ্যায়

গত ৬ ডিসেম্বর  'জয়বাবা ফেলুনাথ' - র 'মছলিবাবা'- ও পাড়ি দিলেন তারাদের দেশে। বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। তার সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। 

ঊষা গাঙ্গুলি
  • 3/7

ঊষা গাঙ্গুলি

গত ২৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি। তাঁর স্মৃতিতে নয়া উদ্যোগ তৈরি হচ্ছে 'ঊষা গাঙ্গুলি মঞ্চ'। শুধুমাত্র থিয়েটার বা অভিনয়ের ওয়ার্কশপই নয়, আগামী দিনে এখানে হবে নাচ, গান, যোগা ছাড়াও সবধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement
তাপস পাল
  • 4/7

তাপস পাল

চলতি বছরের প্রায় শুরুতেই গত ১৮ ফেব্রুয়ারী প্রায়াত বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা তাপস পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি।

সন্তু মুখোপাধ্যায়
  • 5/7

সন্তু মুখোপাধ্যায়

বেশ কিছু দিন ধরেই অসুস্থ থেকে, গত ১১ মার্চ ৬৯ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। তাঁর দুই মেয়ে- অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও কস্টিউম ডিজাইনার অজোপা মুখোপাধ্যায়ও নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত। 
 

 শর্বরী দত্ত
  • 6/7

শর্বরী দত্ত

প্রবীণ ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের গত ১৭ সেপ্টেম্বর জীবনাবসান হয়। ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল। বিগত কয়েক দশক ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ছিলেন শর্বরী দত্ত। কাজ করেছেন টলি থেকে বলি বহু তাবর তারকাদের জন্যেও। 
 

অমলা শঙ্কর
  • 7/7

অমলা শঙ্কর

প্রথিতযশা নৃত্যশিল্পী অমলা শঙ্করের জীবনাবসান হয় গত ২৪ জুলাই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ১০১ বছর বয়সে তিনি প্রয়াত। তাঁর মেয়ে বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। 


 

Advertisement