
কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল জিতের নতুন ছবি ‘রাবণে’র ফার্স্ট লুক। যেখানে একেবারে নতুন অবতারে দেখা গিয়েছিল টলিউড সুপারস্টার জিতকে (Jeet).

লাল চোখে কুটিল হাসি। একটি ভুরুর মাঝে কাটা দাগ। একেবারে ‘রাবণ’ (Raavan) অবতারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন জিৎ।
On the auspicious occasion of RamNavami, we are glad to release our official trailer of “RAAVAN”
— Jeet (@jeet30) April 10, 2022
Link - https://t.co/JzXMwsJa5k#OfficialTrailer #ThisEid #29ThApril @Lahoma_B @tnusreec #MNRaj @Jeetzfilmworks @GRASSROOTENT @gopalmadnani @amitjumrani

আজ রাম নবমীর দিন (Ram Navami) মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেটি দেখেই অনুমান করা যাচ্ছে, ছবিটি অ্যাকশন এবং জমাটি সংলাপে ভরপুর।

রাবণ নামটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। জিতের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে।

ট্রেলারে জিৎকে একজন অধ্যাপকের ভূমিকায় দেখা গেলেও, সম্পূর্ণ ভিন্ন লুকে নাম ভূমিকাতেও দেখা গিয়েছে।

অনেকে অনুমান করছেন জিতের দ্বৈত ভূমিকা থাকবে। আবার অনেকের মতে ছবিতে একই ব্যক্তি দুই রকম লুকে আত্মপ্রকাশ করবেন। শেষ পর্যন্ত কী হয় তা ছবি মুক্তির পরই জানা যাবে।

নিজের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস থেকেই মুক্তি পাবে ছবিটি। জিতের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন গোপাল মদনানি এবং অমিত জুমরানি। পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ।

গত পুজোতেই মুক্তি পেয়েছিল জিতের ‘বাজি’ ছবিটি। দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র রিমেক ছিল এই ছবিটি। জিতের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী।

ছবি সৌজন্য: জিতের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল