যাঁরা টিজার দেখে মনে করেছিলেন, সিনেমার গতি প্রকৃতি বুঝে ফেলেছেন তাঁরা ১০ গোল খাবেন আয় খুকু আয় (Aay Khuku Aay Official Trailer) ছবির ট্রেলার দেখলে। রবিবার ২২ মে ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেল। আর তাতেই আপাতত বাংলা ছবির বিনোদন জগতে ট্রেন্ডিং আয় খুকু আয় নামটা।
টিজারে বোঝা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডামির ভূমিকায় গ্রাম বাংলায় যথেষ্ট নাম করেছেন নির্মল। তারই মেয়ে খুকু। বাবাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে সে। মনে মনে ডান্সার হওয়ার স্বপ্নে বিভোর খুকু। কিন্তু নিজে যে কষ্টকে বুকে আগলে রেখে মেয়েকে মানুষ করছিলেন নির্মল, এই স্বপ্নের খোঁজ পেয়ে একেবারে মেজাজ হারিয়ে ফেলেন। তিনি সারাজীবন চেষ্টা করে যা পারেননি সেই একই পথে হাঁটবে তাঁরই মেয়ে? এ তিনি কিছুতেই হতে দেবেন না। এই নিয়ে সম্পর্কের টানাপোড়েন।
তারই মাঝে 'রগড়ে দেওয়া' রাজনীতির প্রসঙ্গে আসে সিনেমায়। বাংলার মানুষ রগড়ানো রাজনীতির বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। রাজ্যেরই এক পরিচিত রাজনীতিবিদ এই সংলাপ বলে রাতারাতি শিরোনামে চলে এসেছিলেন। ফলে শৌভিক কুণ্ডু পরিচালিত সিনেমায় যে রাজনীতি জড়িয়ে থাকবে তা একপ্রকার নিশ্চিত।
ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ছাড়াও রয়েছেন মিথিলা, সোহিনী সেনগুপ্ত শঙ্কর দেবনাথ প্রমুখ। ২৭ মে বড়পর্দায় মুক্তি পাবে ছবি, এমনটাই ঘোষণা করেছিলেন প্রযোজক জিৎ।তবে সদ্যই পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। তবে ২৭ মে-র পরিবর্তে ১৭ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে আয় খুকু আয়।